IPL Record: আইপিএলে ট্রফি জয়ের নিরিখে সফলতম ক্রিকেটার কারা?
IPL: এক নয়, বরং দুই তারকা যুগ্মভাবে এই তালিকার শীর্ষ রয়েছেন। প্রথম পাঁচে থাকা সকলেই কিন্তু ভারতীয়ও বটে।
আইপিএলের সফলতম খেলোয়াড়ের তালিকায় কারা? (ছবি: পিটিআই)
1/10
আইপিএল ফাইনালের আগেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন আম্বাতি রায়াডু। সিএসকে খেতাব জেতায় তাঁর শেষটা স্বপ্নের মতোই হল।
2/10
রায়াডু ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে সিএসকের হয়ে মোট ছয়বার আইপিএল জিতেছেন।
3/10
এ মরসুমের আগে অবধি এককভাবে আইপিএলের সফলতম অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তবে মহেন্দ্র সিংহ ধোনি তাঁর রেকর্ডে ভাগ বসিয়েছেন।
4/10
অবশ্য ধোনির থেকে খেলোয়াড় রোহিত বেশি আইপিএল জিতেছেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ আইপিএল জেতার পাশাপাশি ডেকান চার্জার্সের হয়েও একটি খেতাব জিতেছেন।
5/10
গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার রোহিতের মুম্বই দলেরই সদস্য ছিলেন হার্দিক পাণ্ড্য।
6/10
তিনি দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন।
7/10
তবে পাঁচবার আইপিএল খেতাব জেতার কৃতিত্ব হার্দিকের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনিরও রয়েছে।
8/10
এ বারের মরসুমে সিএসকে চ্যাম্পিয়ন হওয়ায় ধোনি বর্তমানে আইপিএলের সফলতম অধিনায়কের রেকর্ডের মালিকও বটে।
9/10
আইপিএল থেকেই তাঁর উত্থান আর মুম্বই ইন্ডিয়ান্সের ধারাবাহিক পারফরম্যান্সের অন্যতম কারণও তিনি।
10/10
২০১৩ সালে মুম্বই জার্সিতে আইপিএল অভিষেক ঘটানোর পর থেকে বুমরা ১০ মরসুমে মোট পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন।
Published at : 03 Jun 2023 10:41 PM (IST)