IPL Record: আইপিএলে ট্রফি জয়ের নিরিখে সফলতম ক্রিকেটার কারা?
আইপিএল ফাইনালের আগেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন আম্বাতি রায়াডু। সিএসকে খেতাব জেতায় তাঁর শেষটা স্বপ্নের মতোই হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরায়াডু ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে সিএসকের হয়ে মোট ছয়বার আইপিএল জিতেছেন।
এ মরসুমের আগে অবধি এককভাবে আইপিএলের সফলতম অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তবে মহেন্দ্র সিংহ ধোনি তাঁর রেকর্ডে ভাগ বসিয়েছেন।
অবশ্য ধোনির থেকে খেলোয়াড় রোহিত বেশি আইপিএল জিতেছেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ আইপিএল জেতার পাশাপাশি ডেকান চার্জার্সের হয়েও একটি খেতাব জিতেছেন।
গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার রোহিতের মুম্বই দলেরই সদস্য ছিলেন হার্দিক পাণ্ড্য।
তিনি দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন।
তবে পাঁচবার আইপিএল খেতাব জেতার কৃতিত্ব হার্দিকের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনিরও রয়েছে।
এ বারের মরসুমে সিএসকে চ্যাম্পিয়ন হওয়ায় ধোনি বর্তমানে আইপিএলের সফলতম অধিনায়কের রেকর্ডের মালিকও বটে।
আইপিএল থেকেই তাঁর উত্থান আর মুম্বই ইন্ডিয়ান্সের ধারাবাহিক পারফরম্যান্সের অন্যতম কারণও তিনি।
২০১৩ সালে মুম্বই জার্সিতে আইপিএল অভিষেক ঘটানোর পর থেকে বুমরা ১০ মরসুমে মোট পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -