IPL Records: একাই একশো! আইপিএলে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন কে?
আইপিএলে তিনি একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে ক্রিস গেল সবচেয়ে বিধ্বংসী রূপে ধরা দিয়েছিলেন ২০১৩ সালে। পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কেকেআরের জার্সিতে আরসিবির বিরুদ্ধে করেছিলেন ১৫৮ রান। তালিকায় দু'নম্বরে সেই ইনিংস।
উইকেটের চারদিকে শট খেলতে পারতেন বলে তাঁকে বলা হতো মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সেই এ বি ডিভিলিয়ার্স আইপিএলে ১৩৩ রান করেছিলেন। তালিকায় তৃতীয়।
আইপিএলে ১৩২ রানের ইনিংস রয়েছে কে এল রাহুলের। তালিকায় তিনি চতুর্থ।
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সমালোচিতও হন কখনও কখনও। ঋষভ পন্থের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২৮ রান। তালিকায় পঞ্চম।
আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় ছ'নম্বরে রয়েছে এম বিজয়। ১২৭ রানের ইনিংস রয়েছে তাঁর।
আইপিএলে ১৪৩ ম্যাচ খেলা হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারের। এক ইনিংসে ১২৬ রান করেছিলেন।
আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আট নম্বরে রয়েছে জস বাটলার। তাঁর সর্বোচ্চ রান ১২৪। এবারের আইপিএলেও একটি সেঞ্চুরি করেছেন তিনি।
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। বীরেন্দ্র সহবাগের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২২। তালিকায় নবম স্থানে।
পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) হয়ে আইপিএলে ১২০ রানের ইনিংস রয়েছে পল ভালঠাটির। তালিকায় দশ নম্বরে তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -