IPL Record: তালিকায় সবার আগে বিরাটই, আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান যে পাঁচ ব্যাটারের
IPL All Time Highest Run Getter: আইপিএলের মঞ্চ মানেই ব্যাটে রানের ফুলঝুরি। বছরের পর বছর ধরে ব্যাট হাতে যে পাঁচ তারকা এই টুর্নামেন্টে শাসন করেছেন, তাঁদের দেখে নেওয়া যাক --
Continues below advertisement
বিরাট কোহলি ও শিখর ধবন
Continues below advertisement
1/10
আইপিএলে একটা সময়ে সর্বাধিক রানের মালিক ছিলেন সুরেশ রায়নাই। টুর্নামেন্টের ইতিহাসে চেন্নাই সুপার কিংস ও গুজরাত লায়ন্সের হয়ে আইপিএলে খেতে দেখা গিয়েছে প্রাক্তন ভারতীয় ব্য়াটারকে।
2/10
আইপিএলের ইতিহাসে ২০৫ ম্য়াচ খেলেছেন রায়না। তিনি ৫৫২৮ রান নিজের নামের পাশে যোগ করেছেন।
3/10
প্রাক্তন অজি ওপেনার বিশ্বজয়ী ডেভিড ওয়ার্নারও এই টুর্নামেন্টে সর্বাধিক রান করার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। তিনি সানরাইজার্স, দিল্লির হয়ে খেলেছেন।
4/10
একমাত্র বিদেশি হিসেবে এই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ওয়ার্নার। ১৮৪ ম্য়াচে ৬৫৮৫ রান ঝুলিতে পুরেছেন।
5/10
শিখর ধবন আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছেন। সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম তিনে জায়গা করে নিয়েছেন প্রাক্তন বাঁহাতি ওপেনার।
Continues below advertisement
6/10
শিখর ধবন আইপিএলের ইতিহাসে ২২২ ম্য়াচ খেলেছেন। তিনি ব্যাট হাতে ৬৭৬৯ রান করেছেন আইপিএলের মঞ্চে।
7/10
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মুম্বই ইন্ডিয়ান্স ও ডেকান চার্জার্সের জার্সিতে খেলেছেন।
8/10
আইপিএলে মুম্বই অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন রোহিত। ব্যাট হাতে ২৭২ ম্য়াচে ৭০৪৬ রান করেছেন হিটম্যান। সংখ্যাটা আগামী মরশুমে আরও বাড়বে।
9/10
এই তালিকায় সবার ওপরে কিং কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক একমাত্র প্লেয়ার যিনি গত আঠারো মরশুম ধরে আরসিবির জার্সিতেই খেলে যাচ্ছেন।
10/10
বিরাট কোহলি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ২৬৭ ম্য়াচ খেলেছেন। ৮৬৬১ রান করেছেন তিনি।
Published at : 17 Dec 2025 02:12 PM (IST)