Angkrish Raghuvanshi: মা, বাবা, ভাই সকলেই যুক্ত ক্রীড়ার সঙ্গে, কেকেআরের তরুণ তুর্কি অঙ্গকৃষকে চিনে নিন
বুধবার এক টিনএজ তারকার ঈশান্ত শর্মা, অনরিক নখিয়াদের বিরুদ্ধে ব্যাটিং সকলেরই নজর কেড়ে নেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএল অভিষেকেই ২০০-র স্ট্রাইক রেটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলা অঙ্গকৃষ এখন টক অফ দ্য টাউন।
কে এই অঙ্গকৃষ? মুম্বইয়ের হয়ে ঘোরায় ক্রিকেট খেলা তরুণ টপ অর্ডার ২০২২ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অঙ্গ ছিলেন। টুর্নামেন্টে করেছিলেন ২৭৮ রান।
তাঁর কিন্তু রন্ধ্রে রন্ধ্রে খেলাধুলো। অঙ্গকৃষের বাবা অবনীশ একসময়ে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছেন। মা মালিকা বাস্কেটবলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। অঙ্গকৃষের ভাই কৃষাঙ্গও টেনিস খেলেন।
গত বছরের সিএকে নাইডু ট্রফিতে নিজের লিস্ট এ অভিষেকেই ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। নয় ম্যাচেই তাঁর ব্যাট থেকে আসে ৭৬৫ রান। সেই পারফরম্যান্সের পরেই নিলামে তাঁকে দলে নেয় কেকেআর।
তবে তিনি কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের ছাত্রও বটে। নয়াদিল্লিতে জন্ম নেওয়া অঙ্গকৃষ মুম্বইয়ে ১১ বছর বয়সে চলে আসেন। তারপর থেকেই নায়ারের কাছেই তাঁর তালিম।
ম্যাচ শেষে কিন্তু নিজের গুরুকে কৃতজ্ঞতা ও প্রশংসায় ভরিয়ে দেন ১৮ বছর বয়সি তরুণ।
নায়ার পরিস্থিতি অনুযায়ী কেমন, কীভাবে খেলতে হবে, নেটে সবসময়ই তাঁকে অনুশীলন করাতেন। কড়া অনুশীলনের ফলে ম্যাচে নেমে নখিয়াদের বিরুদ্ধে ব়ড় শট হাঁকাতে সমস্যা হয়নি।
টপ অর্ডার ব্যাটার হলেও অঙ্গকৃষ কিন্তু বাঁ হাতে স্পিন বোলিংটাই মন্দ করেন না। অর্থাৎ তিনি একজন অলরাউন্ডার।
আর পাঁচটা ক্রিকেটারদের মতোই অঙ্গকৃষও ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখেন। অভিষেকে কেকআরের হয়ে নজর কেড়েছে ন। কিন্তু ব্যক্তিগত নয়, দলগত সাফল্য, দলের জয়েক বিষয়েই তিনি অধিক আগ্রহী। তাঁর ফর্ম অব্যাহত থাকে কি না, সেটাই দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -