Kolkata Knight Riders: PBKS-র বিরুদ্ধে হতশ্রী হার, লিগ তালিকায় ষষ্ঠ স্থানে থাকা KKR কীভাবে IPL প্লে অফে পৌঁছতে পারে?
IPL 2025: আপাতত সাত ম্যাচের তিনটি জিতে আইপিএলের লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
নাইটরা কি প্রথম চারে থাকতে পারবে? (ছবি: পিটিআই)
1/10
চেন্নাই সুপার কিংসকে দুরমুশ করার পর পাঞ্জাব কিংসকে মাত্র ১১১ রানেই অল আউট করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
2/10
সব নাইট রাইডার্স সমর্থকরাই আরও এক দুরন্ত জয়ের অপেক্ষায় ছিলেন। আশা লিগ তালিকায় উপরে উঠবে গত বারের চ্যাম্পিয়ন।
3/10
তবে অভাবনীয় ধসে ৩৩ রানে আট উইকেট হারিয়ে ৯৫ রানেই অল আউট হয়ে যায় কেকেআর। কার্যত অকল্পনীয়ভাবে হারে ম্যাচ।
4/10
এই হারের জেরে সাতটির মধ্যে মাত্র তিন ম্যাচ জিতে কেকেআর লিগ তালিকায় আপাতত ছয়ে রয়েছে। তবে প্লে-অফের আশা এখনও যথেষ্টই রয়েছে।
5/10
অতীত ইতিহাস প্রমাণ করে প্লে অফে পৌঁছতে সাধারণত দলগুলিকে আটটি ম্যাচ জিততে হয়। অর্থাৎ নাইটদের বাকি সাত ম্যাচ অর্থাৎ দ্বিতীয়ার্ধে পাঁচটি জয় জরুরি।
6/10
তবে সেই পথ যে একেবারেই সহজ নয়, তা বলাই বাহুল্য। কারণ কেকেআরের সূচি।
7/10
নাইটরা নিজেদের পরবর্তী তিন ম্যাচে গুজরাত, পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। তিন দলই দুরন্ত ছন্দে লিগ তালিকার উপরের দিকে রয়েছে।
8/10
ফলে নাইটদের পরবর্তী ম্যাচগুলির প্রতিপক্ষে সানরাইজার্স, রাজস্থান, সিএসকে রয়েছে, যাদের প্রত্যেককেই হারিয়েছে কেকেআর।
9/10
ফলে বলা বাহুল্য নাইটদের সামনের পথ কঠিন হলেও, অসম্ভব নয়। অতীতে এমন পরিস্থিতি থেকে কেকেআর ইয়ন মর্গ্যানের নেতৃত্বে আইপিএল ফাইনালও খেলেছে ।
10/10
অজিঙ্ক রাহানের দল ২০২১ সালের সেই মরশুমের পুনরাবৃত্তি ঘটাতে পারে কি না, এথন সেটাই দেখার বিষয়। ছবি-পিটিআই
Published at : 18 Apr 2025 12:16 AM (IST)