Krunal Pandya Birthday: দাদা হিসেবে তুমিই সেরা, ক্রুণাল পাণ্ড্যর জন্মদিনে পোস্ট ভাই হার্দিকের
আজ ক্রিকেটার ক্রুণাল পাণ্ড্যর জন্মদিন। তাঁর বয়স হয়ে গেল ৩১ বছর। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন আইপিএলের নতুন দল লখনউ সুপারজায়ান্টসের অলরাউন্ডার ক্রুণাল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন্মদিনে দাদা ক্রুণালের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছেন ভাই হার্দিক পাণ্ড্য। তিনি লিখেছেন, ‘দাদা হিসেবে তুমিই সেরা। সবাই এরকম একজনকে দাদা হিসেবে চায়। শুভ জন্মদিন দাদা। আমি সবসময় তোমাকে শুভেচ্ছা জানাই। তোমার প্রতি ভালবাসা জানাই। শীঘ্রই মাঠে দেখা হবে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা হবে। তার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
এতদিন আইপিএলে হার্দিক ও ক্রুণাল দু’জনেই মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলতেন। এবারই প্রথম তাঁরা আলাদা দলের হয়ে খেলবেন। ক্রুণাল খেলবেন লখনউয়ের হয়ে এবং হার্দিক গুজরাত টাইটানসের হয়ে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। হার্দিক ও ক্রুণাল নিজেদের দলের হয়ে প্রস্তুতিতে ব্যস্ত। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
২০১৬ সালে আইপিএলের নিলামে ২ কোটি টাকা দিয়ে ক্রুণালকে দলে নেয় মুম্বই। গুজরাত লায়নসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় এই অলরাউন্ডারের। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
আইপিএলে ভাল পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও সুযোগ পেয়েছেন ক্রুণাল। তিনি ২০১৮ সালের ৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। সেই ম্যাচে তিনি একটি উইকেট নেন এবং ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
২০২১-এর ২৩ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ক্রুণাল। সেই ম্যাচে তিনি ২৬ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। এটাই একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধশতরান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
২০১৭ সালে মডেল পনখুরি শর্মাকে বিয়ে করেন ক্রুণাল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
এবারই প্রথম আইপিএলে খেলবে লখনউ সুপারজায়ান্টস। নতুন দলকে সাফল্য এনে দিতে চান ক্রুণাল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
মুম্বইয়ের হয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন ক্রুণাল। এবার নতুন দলের হয়েও সাফল্য পেতে চান তিনি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/krunalpandya_official/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -