Mayank Yadav: তাঁর আগুনে বোলিং সামলাতে নাজেহাল হয়েছেন ধবন, বেয়ারস্টো, কে এই ময়ঙ্ক যাদব?
২৪ বলের মধ্যে ১৮টিই ১৪৫ কিমির অধিক গতির। আইপিএলের প্রথম ম্যাচেই নিজের বোলিংয়ে হইচই ফেলে দিয়েছেন ময়ঙ্ক যাদাব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২১ বছর বয়সি তারকার গতির ঝাঁঝে জনি বেয়ারস্টো, শিখর ধবনের মতো তারকারা পর্যন্ত চাপে পড়েছে।
২৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে আইপিএল অভিষেকেই ম্যাচ সেরাও হয়েছেন ময়ঙ্ক।
চলতি মরশুমে সবথেকে জোরে ১৫৫.৮ কিমি গতিতে বল করেছেন তিনিই।
তবে আইপিএলের অভিষেকের আগে সফরটা কিন্তু ময়ঙ্কের সহজ ছিল না। গত মরশুমেই তাঁকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।
তবে চোটের কারণে একটাও ম্যাচ খেলতে পারেননি। লখনউ অবশ্য তাঁর ওপর আস্থা রেখেছিল। সেই আস্থার প্রতিদান দিলেন ময়ঙ্ক।
ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন ময়ঙ্ক। তবে অভিজ্ঞতা একেবারেই বেশি নয়।
প্রথম শ্রেণির ক্রিকেট মাত্র এক ম্যাচ খেলে দুই উইকেট নিয়েছেন। ১৭টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৩৪টি উইকেট।
আর ১১টি বিশ ওভারের ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ উইকেট।
ময়ঙ্কের বলের গতি যে তাঁকে চাপে ফেলেছিল, তা ম্যাচের পর অকপটে স্বীকার করে নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধবনও। ব্রেট লি, ডেল স্টেইনরা প্রশংসা করেছেন তাঁর। ময়ঙ্ককে কিন্তু ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় খোঁজ বলে মনে করছেন অনেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -