IPL Auction 2022: শ্রেয়স থেকে রাবাডা, নিলামের প্রথম রাউন্ডে এই খেলোয়াড়দের কিনতে উপুড় হল টাকার ঝুলি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর পঞ্চদশ মরশুমের জন্য নিলাম চলছে। প্রথমদিনের নিলামের প্রথম রাউন্ডে মোট ১০ মার্কি খেলোয়াড়দের নিয়ে দর হাঁকা হয়। এই পর্বে সবচেয়ে বেশি দর পেলেন শ্রেয়স আয়ার। অন্যদিকে, সবচেয়ে কম দর পেলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি পাঁচ কোটি টাকা দর পেলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিলামে প্রথম প্লেয়ার হিসেবে দর ওঠে শিখর ধবনের। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে নিল পঞ্জাব কিংস।
২ কোটি বেস প্রাইস রাখা রবিচন্দ্রন অশ্বিনের শেষ দর উঠল ৫ কোটি। তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস।
প্যাট কামিন্সকে ৭.২৫ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কাগিসো রাবাডা ৯.২৫ কোটি টাকায় দলে নিল পাঞ্জাব কিংস
ট্রেন্ট বোল্টকে ৮ কোটি টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস
শ্রেয়স আয়ারকে ১২.২৫ কোটি টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স
মহম্মদ শামিকে ৬.২৫ কোটি টাকায় নিল গুজরাত টাইটান্স
ফাফ ডু প্লেসিসকে ৭ কোটি টাকায় দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
কুইন্টন ডি কককে ৬.৭৫ কোটি টাকায় দলে নিল লখনউ সুপার জায়েন্টস
ডেভিড ওয়ার্নারকে ৬.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -