IPL 2024: কেউ সরে গিয়েছেন ব্যক্তিগত কারণে, কারুর বাধা চোট, এই তারকাদের আসন্ন আইপিএলে দেখা যাবে না
সম্প্রতি বিসিসিআই এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে প্রসিদ্ধ কৃষ্ণ ফিট নন, তিনি এবারের আইপিএলে খেলতে পারেবন না। অস্ত্রোপ্রচার হওয়ার পর তিনি আইপিএলে নামার জন্য ফিট হতে পারেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রসিদ্ধর মতোই আরেক তারকা ফাস্ট বোলার মহম্মদ শামিরও অস্ত্রোপ্রচার হয়েছে। বিশ্বকাপের পর থেকেই গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন শামি। সেই চোট সারাতেই সদ্য অস্ত্রোপ্রচার হওয়ায় শামি মেগা টুর্নামেন্টে মাঠে নামার জন্য ফিট নন বলে জানিয়ে দেওয়া হয়েছে।
গত জানুয়ারি থেকে পরিবারের থেকে দূরে রয়েছেন, পরিবারের সঙ্গে থাকতে চান, এই কারণেই ইংল্যান্ড তারকা জেসন রয় এবারের আইপিএলে খেলবেন না।
কেকেআরের আরেক ইংরেজ তারকা গাস অ্যাটকিনসনও এ মরশুমের আইপিএলে খেলবেন না। তিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।
কিউয়ি তারকা ডেভন কনওয়ের আঙুলে সম্পর্তি অস্ত্রোপ্রচার হয়েছে। তাঁর ফিট হতে অন্তত আট সপ্তাহ সময় লাগবে। কনওয়ের আইপিএল না খেলার সম্ভাবনাই বেশি। যদিও তাঁর বদলে সিএসকে কোনও বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে গত মরশুমে আগুন ঝরানো মার্ক উড টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।
ভারত-দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই গত বছরই গোড়ালিতে হালকা চোট পেয়েছিলেন লুঙ্গি এনগিডি। সেই চোট এখনও না সারায় আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে।
ইংল্যান্ডের তরুণ তুর্কি হ্যারি ব্রুককে এবার নিলামে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালসই। কিন্তু তিনি ব্য়ক্তিগত কারণে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -