IPL 2024: কেবল পন্থই নন, এবারের আইপিএল এই তারকাদেরও প্রত্যাবর্তনের মঞ্চ
গত মরশুমে তারকা ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরাও আইপিএলে খেলতে পারেননি। পিঠের চোট হয়েছিল কাল। তাঁর অনুপস্থিতি যে মুম্বই ইন্ডিয়ান্সকে ভুগিয়েছিল, তা বলাই বাহুল্য। তবে বুমরা বর্তমানে পুরোপুরি ফিট এবং তিনি পুরোদমে আইপিএলে মাঠে নামতেও প্রস্তুত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনি বেয়ারস্টো ২০২২ সালে দুর্ঘটনায় পা ভেঙে ফেলেন। তিনি আইপিএলে মাঠেই নামতে পারেননি। তবে এবারের পুরো মরশুম তাঁকে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা যাবে।
সবার প্রথমে যার নাম না করলেই নয়, তিনি মিচেল স্টার্ক। ইপিএলের সর্বকালের সবথেকে দামি ক্রিকেটার। ২০১৫ সালের পর থেকে স্টার্ককে আর আইপিএলে খেলতে দেখা যায়নি। তিনি এবার কেকেআরের হয়ে মাঠে নামবেন। তাঁর কাঁধে কিন্তু ২৪.৭৫ কোটির প্রাইস ট্যাগের এক চাপ থাকবে।
স্টার্কের দলের ফ্র্যাঞ্চাইজি কেকেআরের হয়ে গত মরশুমে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারও খেলতে পারেননি। পিঠের চোটের কারণে তাঁকে ছিটকে যেতে হয়েছিল। সেই চোট তাঁকে এখনও ভোগালেও, শ্রেয়স এই আইপিএলে খেলবেন বলেই আশা করা হচ্ছে।
প্রাক্তন নাইট তারকা তথা স্টার্কের স্বদেশীয় প্যাট কামিন্সেরও এটা কামব্যাক মরশুম। বিশ্বকাপ এবং অ্যাসেজের কথা মাথায় রেখে কামিন্স নিজেকে গত মরশুমের আইপিএল থেকে সরিয়ে নিয়েছিলেন। তিনি এবার শুধু খেলবেনই না, সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্বও দেবেন।
কেন উইলিয়ামসন অবশ্য গত বারের আইপিএলে মাঠে নেমেছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের হয়ে ফিল্ডিং করার সময় আহত হয়ে গোটা টুর্নামেন্টে থেকেই ছিটকে যান কিউয়ি মহাতারকা। তিনি পুরোপুরি ফিট হয়ে ২০২২ সালের চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত।
সবশেষে যার নাম না নিলেই নয়, তিনি মুকেশ চৌধুরী। ভারতীয় তরুণ ফাস্ট বোলার সিএসকের জার্সিতে নিজের দক্ষতায় সকলকেই প্রভাবিত করেছিলেন। তবে ২০২৩ সালটা চোটের জন্য তিনি মেগা টুর্নামেন্টে খেলতে পারেননি। তাঁর প্রত্যাবর্তন সিএসকের জন্য সুখবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -