IPL: নেতা ধোনিই, আর কারা আইপিএলের সর্বকালীন দলে সুযোগ পেলেন?
ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করতে বসেছিলেন। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের সর্বকালীন সেরা একাদশের অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনিকেই বেছে নেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধোনি যুগ্মভাবে আইপিএলের সফলতম অধিনায়ক। পাঁচটি খেতাব জিতেছেন তিনি। তাঁকে তো অধিনায়ক বটেই, ম্যাথু হেডেন দলের কোচের ভূমিকাও দেখতে চান।
আইপিএলের সফলতম বিদেশি ব্যাটার ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ওয়ার্নার। তাঁকেই ওপেনার হিসাবে বেছে নেওয়া হয়েছে।
যে কোনও সর্বকালীন দলে বিরাট কোহলির না থাকাটাই বরং অস্বাভাবিক। আইপিএলের সর্বকালীন দলে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক স্বাভাবিকভাবেই রয়েছেন। তিনিই ওপেনিংয়ে ওয়ার্নারের পার্টনার।
আইপিএলের ইতিহাসে ক্রিস গেলের থেকে বড় এন্টারটেনার হয়তোই আছে। তিনিই টুর্নামেন্টে সবথেকে বেশি ছয় মেরেছেন। টুর্নামেন্ট সর্বাধিক ১৭৫ রানের ইনিংসও এসেছে তাঁর ব্যাট থেকে। গেলের দলে না থাকাটাই অস্বাভাবিক। তাঁকে অবশ্য ওপেনিংয়ের বদলে ব্যাটিং অর্ডারে তিনে রাখা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন আরেক আরসিবি কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সও।
বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। এবিডি মতো সূর্য়ও উইকেটের চারিদিকেই শট মারতে দক্ষ। সেই কারণেই তো তাঁকে নতুন 'মিস্টার ৩৬০ ডিগ্রি' বলা হয়। তাঁকেও এই দলের মিডল অর্ডারে স্থান দেওয়া হয়েছে।
আইপিএলের সেরা দল নির্বাচিত হবে আর 'মিস্টার আইপিএল' তাতে থাকবেন না, এও হয় না কি। হেডেনদের বাছাই করা দলে টুর্নামেন্টের সফলতম ক্রিকেটারদের অন্যতম সুরেশ রায়নাও জায়গা পেয়েছেন।
একাদশে দুই ফাস্ট বোলারকে রাখা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সেকাল এবং একাল, লাসিথ মালিঙ্গা ও যশপ্রীত বুমরা, উভয়েই সেরা একাদশে সুযোগ পেয়েছেন।
একাদশে একমাত্র কেকেআর ক্রিকেটার হিসাবে রয়েছেন সুনীল নারাইন। নারাইনের স্পিন ভেল্কি কেকেআরের যুগ্ম খেতাব জয়ের অন্যতম প্রধান কারণ। তিনি এখনও নিজের বোলিংয়ে প্রতিপক্ষ দলের ত্রাস।
তিন স্পিনারদের নিয়ে তৈরি বোলিং আক্রমণে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহাল এবং তারকা স্পিনার রশিদ খানও রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -