2011 World Cup: ভারতের বিশ্বজয়ের ১২ বছর, ফিরে দেখা সেদিনের পাঁচ সেরা মুহূর্ত
2011 World Cup Update : ২ এপ্রিল ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেবার বিশ্বসেরা হয়েছিল। ১২ বছর পর ফিরে দেখা সেই ফাইনালের মুহূর্ত
২০১১ বিশ্বকাপ জেতে ভারত
1/8
রান তাড়া করতে নেমে এই মানুষটাই সেদিন বিশ্বাস জুগিয়েছিলেন প্রথম যে আমরাও পারব এখান থেকে ম্যাচ বের করতে। ২ উইকেট পড়ে যাওয়ার পরও দুরন্ত ইনিংস খেলেন গৌতম গম্ভীর।
2/8
১২২ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন সেদিন বাঁহাতি প্রাক্তন ভারতীয় ওপেনার। অল্পের জন্য শতরান মিস করেন তিনি।
3/8
ব্যাট-বলে ধারাবাহিক পারফর্মের জন্য টুর্নামেন্টের সেরা খেতাব জিতেছিলেন যুবরাজ সিংহ।
4/8
সেদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ২৪ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলেন বাঁহাতি তারকা অলরাউন্ডার।
5/8
কুমার সাঙ্গাকারার নেতৃত্বেই সেবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা।
6/8
ব্যাট হাতে ৪৮ রানের ইনিংস খেলেন সাঙ্গা। ম্যাচে যুবরাজের শিকার হন তিনি।
7/8
সেদিন শ্রীলঙ্কার ২৭৪ রান বোর্ডে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এই মানুষটার। মাহেলা জয়বর্ধনে সেদিন ৮৮ বলে অপরাজিত ১০৩ রান করেছিলেন।
8/8
ম্যান অফ দ্য ম্যাচ। তাঁর ব্যাটের ছক্কা হাঁকিয়ে বিশ্বজয়। মহেন্দ্র সিংহ ধোনি সেই ম্যাচে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছিলেন।
Published at : 03 Apr 2023 02:29 AM (IST)