IPL: এই দশকে আইপিএলে সর্বাধিকবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কারা?
ব্যাটিং, বলিং, ফিল্ডিং, তিন বিভাগেই তিনি অনবদ্য। বর্তমান বিশ্বে রবীন্দ্র জাডেজার মতো অলরাউন্ডার খুঁজে পাওয়া বেশ কঠিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের দিনে একাই ম্যাচ জেতাতে সক্ষম জাড্ডু। তার প্রমাণ এই পরিসংখ্যানে স্পষ্টভাবেই পাওয়া যায়। জাডেজা এ দশকের আইপিএলে ছয় বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
বিরাট কোহলির পর একমাত্র ক্রিকেটার হিসাবে এক আইপিএল মরসুমে চারটি শতরান করার রেকর্ড রয়েছে জস বাটলারের দখলে।
তিনি আইপিএলে যুগ্মভাবে চতুর্থ সর্বাধিক ছয় বার ম্যাচ সেরা হয়েছেন।
ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে বহুদিন বাদ পড়েছেন, তবে শিখর ধবন প্রতি বছরই আইপিএলে প্রমাণ করে দিচ্ছেন তাঁর মধ্যে ক্রিকেটটা এখনও ফুরিয়ে যায়নি।
বাটলার, জাডেজার মতো ধবনও ছয়বার ম্য়াচ সেরার পুরস্কার নিজের ঘরে তুলেছেন।
মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এক মরসুমে আইপিএলে সাতশো রানের গণ্ডি টপকেছেন শুভমন গিল। তাঁকে ভারতের ভবিষ্যত বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই।
সেই গিলই ২০২০ সাল থেকে আইপিএলে তৃতীয় সর্বোচ্চ সাত বার ম্যাচ সেরা হয়েছেন।
এ মরসুমটা লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুলের জন্য় ভাল কাটেনি। তবে তাঁর বিগত তিন মরসুমটা অনেকটা স্বপ্নের মতোই ছিল।
ধারাবাহিক পারফরম্যান্সে বারংবার দলকে ম্যাচ জিতিয়েছন রাহুল। ম্য়াচ সেরাও হয়েছেন আট বার।
বিগত তিন বছরে আইপিএলের মঞ্চ যেসব তারকাদের জন্ম দিয়েছে, তাঁদের অন্যতম হলেন রুতুরাজ গায়কোয়াড়।
বিরাট বা রোহিত নন, এই তালিকায় তিনিই সবার শীর্ষে রয়েছেন। ২০২০ সাল থেকে রুতু এখনও পর্যন্ত সর্বাধিক ১০ বার ম্যাচ সেরা হয়েছেন। তিনি এ মরসুমের প্রথম কোয়ালিফায়ারেও ম্যাচ সেরা নির্বাচিত হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -