IPL Record: সামিল টি-টোয়েন্টি তারকারাও, আইপিএলে খাতা খোলার আগেই সর্বাধিকবার সাজঘরে ফিরেছেন এঁরা
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সুনীল নারাইন শূ্ন্য রানে আউট হন। এই আইপিএলে এটি তাঁর চতুর্থ শূন্য রান। এর সুবাদেই তিনি যুগ্মভাবে আইপিএলে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার হতাশাজনক রেকর্ড নিজের নামে করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলের সর্বকালের অন্যতম সর্বাধিক ম্যাচ খেলা দীনেশ কার্তিকও১৫ বার শূন্য রানে আউট হয়ে তলিকায় যুগ্মভাবে প্রথম স্থানে।
নারাইন, কার্তিকের থেকে অনেক কম, মনদীপ সিংহ মাত্র ১১১টি ম্যাচ খেলেই ১৫ বার শূন্য রান করেছেন মনদীপ সিংহও।
অনেক তারকা ব্যাটাররাও এই তালিকার একেবারে শীর্ষের দিকেই রয়েছেন, যেমন রোহিত শর্মা। তিনি আইপিএলে ১৪ বার খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন।
রোহিতের ফ্র্যাঞ্চাইজি সতীর্থ পীযূষ চাওলা ১৩ বার শূন্য করেছেন।
মুম্বইয়ের প্রাক্তনী হরভজন সিংহও ১৬৩টি আইপিএল ম্যাচে ১৩ বার শূন্য রান করেছেন।
হরভজন, পীযূষ তাও প্রাথমিকভাবে বোলিংটাই করেন। কিন্তু বিশ্বক্রিকেটের অন্যতম সেরা হিটার গ্লেন ম্যাক্সওয়েলও কিন্তু ১১৭টি ম্যাচ খেলেই ১৩ বার শূন্য রান করেছেন।
আরসিবি প্রাক্তনী পার্থিব পটেল আরেকটু বেশি, ১৩৯ ম্যাচে ১৩ বার শূন্য করেছেন।
আইপিএলের প্রথম মরসুম থেকে এখনও খেলা চালিয়ে যাওয়া তারকাদের মধ্যে মণীশ পাণ্ডে অন্যতম। মণীশও আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন মোট ১৩ বার।
আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার অজিঙ্ক রাহানে। বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন তিনি। অবশ্য তাঁর দখলেও কিন্তু আইপিএলে ১৩বার শূন্য করার রেকর্ড রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -