IPL Record: আইপিএলে সাত বা তাঁর নীচে ব্যাটে নেমে সর্বোচ্চ রান করেছেন কে?
IPL: সাত বা তার নীচে ব্যাটে নেমে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন তিন নাইট তারকা।
আইপিএলে সাত নম্বরে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এঁরা (ছবি: আইপিএল)
1/8
বৃহস্পতিবারই আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন শার্দুল ঠাকুর।
2/8
২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও নির্বাচত হন তিনি।
3/8
তবে সাত নম্বরে শার্দুলের ৬৮ রানের ইনিংস আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস।
4/8
তালিকায় এক নম্বরেও অবশ্য আরেক নাইট তারকা আন্দ্রে রাসেল। বছর পাঁচেক আগে চিপকে রাসেলের অপরাজিত ৮৮ রানের ইনিংসও এখনও সাতে নেমে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ রান।
5/8
শার্দুলের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। তিনি ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন।৮
6/8
তালিকার চতুর্থ স্থানে আরেক নাইট তারকা প্য়াট কামিন্স। আইপিএলে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরানের মালিক কামিন্স বছর দু'য়েক আগে সিএসকের বিরুদ্ধে অপরাজিত ৬৬ রান করেছিলেন।
7/8
গত বছর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দীনেশ কার্তিকও সাত নম্বরে নেমে অপরাজিত ৬৬ রান করেন।
8/8
একমাত্র ব্যাটার হিসাবে প্রথম পাঁচে দ্বিতীয়বার নাম রয়েছে আন্দ্রে রাসেলের। তিনি ২০১৫ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৬ রান করেছিলেন।
Published at : 07 Apr 2023 09:32 PM (IST)