Rishabh Pant: ব্যাট হাতে গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে ৩০ রান, রোহিতের কৃতিত্বে ভাগ বসালেন পন্থ
IPL 2024: গুজরাত টাইটান্সের বোলার মোহিত শর্মাকে ২৪ এপ্রিলের ম্যাচে শেষ ওভারে ঋষভ পন্থ চারটি ছক্কা এবং একটি চারসহ মোট ৩০ রান হাঁকান।
ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে পন্থ (ছবি: আইপিএল)
1/10
গাড়ি দুর্ঘটনার প্রায় দেড় বছর পর আইরিএলের মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ পন্থ। মরশুম শুরুর আগে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও, ব্যাট হাতই সব প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি।
2/10
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তো ঝড় তোলেন তিনি। ৮৮ রানের ইনিংস খেলেন পন্থ।
3/10
ইনিংসের শেষ ওভারে মোহিত শর্মার বিরুদ্ধে পন্থ চারটি ছক্কা এবং একটি চারসহ মোট ৩০ রান হাঁকান। এই নিয়ে আইপিএলে অষ্টমবার পন্থ এক ওভারে ২০-র অধিক রান করলেন।
4/10
এই তালিকায় পন্থের আগে কেবল একজন রয়েছেন। তিনি পন্থের আইডল মহেন্দ্র সিংহ ধোনি। মাহি মোট ১০ বার এই কাজ করেছেন।
5/10
পন্থের মতো রোহিত শর্মাও মোট আটবার আইপিএলে এক ওভারে ২০-র অধিক রান করেছেন।
6/10
বর্তমান ভারতীয় ওপেনারের পরেই তালিকয় রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ। বীরুর দখলে পাঁচবার এই কাজ করার কৃতিত্ব রয়েছে।
7/10
তালিকায় বীরুর পাশাপাশি আর একমাত্র ভারতীয় প্রাক্তনী হলেন ইউসুফ পাঠান। তিনিও সমসংখ্যক বার এক ওভারে ২০-র অধিক রান করেছেন।
8/10
রোহিত শর্মা তো ছিলেনই। তালিকায় কিন্তু আরও দুই মুম্বই ইন্ডিয়ান্স তারকা রয়েছেন।
9/10
তাঁরা হলেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য। এঁরাও পাঁচবার এক ওভারে ২০-র অধিক রান করেছেন।
10/10
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়াসমনও এই কৃতিত্ব সমসংখ্যবার করেছেন।
Published at : 25 Apr 2024 07:51 AM (IST)