Rishabh Pant: ব্যাট হাতে গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে ৩০ রান, রোহিতের কৃতিত্বে ভাগ বসালেন পন্থ

গাড়ি দুর্ঘটনার প্রায় দেড় বছর পর আইরিএলের মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ পন্থ। মরশুম শুরুর আগে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও, ব্যাট হাতই সব প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তো ঝড় তোলেন তিনি। ৮৮ রানের ইনিংস খেলেন পন্থ।

ইনিংসের শেষ ওভারে মোহিত শর্মার বিরুদ্ধে পন্থ চারটি ছক্কা এবং একটি চারসহ মোট ৩০ রান হাঁকান। এই নিয়ে আইপিএলে অষ্টমবার পন্থ এক ওভারে ২০-র অধিক রান করলেন।
এই তালিকায় পন্থের আগে কেবল একজন রয়েছেন। তিনি পন্থের আইডল মহেন্দ্র সিংহ ধোনি। মাহি মোট ১০ বার এই কাজ করেছেন।
পন্থের মতো রোহিত শর্মাও মোট আটবার আইপিএলে এক ওভারে ২০-র অধিক রান করেছেন।
বর্তমান ভারতীয় ওপেনারের পরেই তালিকয় রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ। বীরুর দখলে পাঁচবার এই কাজ করার কৃতিত্ব রয়েছে।
তালিকায় বীরুর পাশাপাশি আর একমাত্র ভারতীয় প্রাক্তনী হলেন ইউসুফ পাঠান। তিনিও সমসংখ্যক বার এক ওভারে ২০-র অধিক রান করেছেন।
রোহিত শর্মা তো ছিলেনই। তালিকায় কিন্তু আরও দুই মুম্বই ইন্ডিয়ান্স তারকা রয়েছেন।
তাঁরা হলেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য। এঁরাও পাঁচবার এক ওভারে ২০-র অধিক রান করেছেন।
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়াসমনও এই কৃতিত্ব সমসংখ্যবার করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -