Ruturaj Gaikwad: আইপিএলের সফলতম নেতা ধোনির মসনদে রুতুরাজ, সিএসকে তারকার অধিনায়ক হিসাবে রেকর্ড কেমন?
Chennai Super Kings: আইপিএল মরশুম শুরুর ২৪ ঘণ্টা আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পদ থেকে ধোনির সরে দাঁড়ানোর খবর জানানো হয়।
অধিনায়ক রুতুর রেকর্ড কেমন? (ছবি: রুতুরাজের ইনস্টাগ্রাম)
1/9
আইপিএল শুরুর ঠিক আগেরদিনই চমক। হঠাৎ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
2/9
তাঁর বদলে সিএসকের মসনদে বসলেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়। অধিনায়ক হিসাবে তাঁর পরিসংখ্যান কেমন?
3/9
ঘরোয়া ক্রিকেটে ২০২০ সাল থেকে মহারাষ্ট্র দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ।
4/9
অধিনায়ক রুতুরাজের তত্ত্বাবধানে মহারাষ্ট্রের ঘরে খেতাব না আসেলও তারা বেশ ভালই পারফর্ম করেছে।
5/9
২০২২-২৩ মরশুমে রুতুর অধিনায়কত্বেই বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছয় মহারাষ্ট্র। যদিও সৌরাষ্ট্রের বিরুদ্ধে পাঁচ রানে ফাইনাল হারতে হয় তাদের।
6/9
হাংঝৌতে আয়োজিত এশিয়ান গেমসে তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেন রুতুরাজ। স্বর্ণপদক জেতে দল।
7/9
তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স কিন্তু অধিনায়ক হওয়ার পর বেশ ভাল। ২০২১-২২ সালের বিজয় হাজারেতে রুতুরাজ পাঁচ ম্যাচে চার শতরান করে কোহলির সর্বাধিক সেঞ্চুরির কৃতিত্বে ভাগ বসান। ১৫০.৭৫ গড়ে ও ১১২.৯২ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬০৩ রান।
8/9
২০২২-২৩ সালের বিজয় হাজারেতে প্রথম ব্যাটার হিসাবে এক ওভারে সাত ছক্কা হাঁকান তিনি। ফাইনালে তাঁর ব্যাট থেকে আসে ১০৮ রানের ইনিংস।
9/9
২০২১ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫১.৮০ গড় ও ১৫০.৭১ স্ট্রাইক রেটে তিনি ২৫৯ রান করেছিলেন। সিএসকে কিন্তু এই রুতুরাজকেই এই মরশুমে দেখতে চাইবে।
Published at : 22 Mar 2024 07:31 AM (IST)