Ruturaj Gaikwad: আইপিএলের সফলতম নেতা ধোনির মসনদে রুতুরাজ, সিএসকে তারকার অধিনায়ক হিসাবে রেকর্ড কেমন?
আইপিএল শুরুর ঠিক আগেরদিনই চমক। হঠাৎ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর বদলে সিএসকের মসনদে বসলেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়। অধিনায়ক হিসাবে তাঁর পরিসংখ্যান কেমন?
ঘরোয়া ক্রিকেটে ২০২০ সাল থেকে মহারাষ্ট্র দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ।
অধিনায়ক রুতুরাজের তত্ত্বাবধানে মহারাষ্ট্রের ঘরে খেতাব না আসেলও তারা বেশ ভালই পারফর্ম করেছে।
২০২২-২৩ মরশুমে রুতুর অধিনায়কত্বেই বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছয় মহারাষ্ট্র। যদিও সৌরাষ্ট্রের বিরুদ্ধে পাঁচ রানে ফাইনাল হারতে হয় তাদের।
হাংঝৌতে আয়োজিত এশিয়ান গেমসে তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেন রুতুরাজ। স্বর্ণপদক জেতে দল।
তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স কিন্তু অধিনায়ক হওয়ার পর বেশ ভাল। ২০২১-২২ সালের বিজয় হাজারেতে রুতুরাজ পাঁচ ম্যাচে চার শতরান করে কোহলির সর্বাধিক সেঞ্চুরির কৃতিত্বে ভাগ বসান। ১৫০.৭৫ গড়ে ও ১১২.৯২ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬০৩ রান।
২০২২-২৩ সালের বিজয় হাজারেতে প্রথম ব্যাটার হিসাবে এক ওভারে সাত ছক্কা হাঁকান তিনি। ফাইনালে তাঁর ব্যাট থেকে আসে ১০৮ রানের ইনিংস।
২০২১ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫১.৮০ গড় ও ১৫০.৭১ স্ট্রাইক রেটে তিনি ২৫৯ রান করেছিলেন। সিএসকে কিন্তু এই রুতুরাজকেই এই মরশুমে দেখতে চাইবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -