IPL 2024: ৪৫৩ দিন পর ২২ গজে প্রত্যাবর্তন পন্থের, দিল্লিকে ৪ উইকেটে হারাল পাঞ্জাব
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল শিখর ধবনের দল। কাজে এল না ওয়ার্নারের ঝোড়ো ইনিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে ব্যাটিং করতে নেমে মার্শ ও ওয়ার্নার দুজনেই দুর্দান্ত শুরু করেন। প্রথমে ১৭৪ রান বোর্ডে তুলেছিল দিল্লি। জবাবে রান তাড়া করে ম্য়াচ জিতে যায় পাঞ্জাব।
ওপেনিংয়ে অধিনায়ক শিখর ধবনের সঙ্গে ক্রিজে ছিলেন জনি বেয়ারস্টো। আগের মরশুমে খেলেননি বেয়ারস্টো। দুজনেই মারমুখি মেজাজে রান তোলা শুরু করেন।
৪৫৩ দিন পরে ২২ গজে প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্থ। দিল্লি অধিনায়ক এদিন ১৮ রান করেই আউট হন।
স্যাম কারান ম্য়াচে জয়ের রাস্তা তৈরি করে দেন পাঞ্জাবের। দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।
শেষে লিয়াম লিভিংস্টোন ২১ বলে ৩৮ রান করেন। ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তাঁর ব্যাট থেকেই জয়সূচক ছক্কাটি আসে।
পাঞ্জাবের বোলারদের মধ্যে ২ উইকেট নেন হর্ষল পটেল ও অর্শদীপ সিংহ।
ধবন প্রথম ওভার থেকেই চালিয়ে খেলছিলেন। প্রথম ওভারে পাঞ্জাব বোর্ডে তোলে ১৭ রান। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নেমে প্রভসিমরন সিংহ চালিয়ে খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -