Shimron Hetmyer: রঙিন চুলের হেটমায়ারের মতোই সুন্দরী তাঁর স্ত্রী, ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না
চলতি বছরের আইপিএলের মাঝেই প্রথমবার সন্তানের বাবা হন শিমরন হেটমায়ার। সেই খুশিতে আইপিএলের মাঝপথেই ঝটিকা সফরে দেখে ফিরে যান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাসি মুখে তাঁকে ছুটি দেন হেটমায়ারের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের কর্তারা। যাওয়ার আগে হেটমায়ার ছোট্ট ভিডিওতে বলেও গিয়েছিলেন, খুব বেশি মিস করতে হবে না তাঁকে। কারণ, তিনি শীঘ্রই চলে আসবেন।
কথা রেখেছেন হেটমায়ার। সন্তানের মুখ দেখেই দলের সঙ্গে যোগ দেন তিনি।
সন্তানকে দেখে এসেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমে পড়েন তিনি। যদিও সেদিন করেন মাত্র ৪ রান।
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শিমরন হেটমায়ার। পাঁচ কিংবা ৬ নম্বরে ব্যাট করতে নেমেই দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে পর্যন্ত করে ফেলেছেন ৩০১ রান।
রাজস্থান রয়্যালসের শুরুটা করছেন জস বাটলার। আর ইনিংসের শেষে কেকের উপরে যেন চেরি বসিয়ে দিচ্ছেন হেটমায়ার।
মারছেন বড় বড় ছক্কা। যেকোনও প্রতিপক্ষ দলের বিরুদ্ধেই যেন সমর্থকদের আশার আলো হয়ে উঠেছেন তিনি।
সিমরন হেটমায়ারের সন্তান জন্মের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তাঁদের ছবি। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের স্ত্রীর ছবিও নেট দুনিয়ায় ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন সিমরন হেটমায়ারের স্ত্রী নিরভনি হেটমায়ার। ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর একের পর এক ছবিতে মগ্ন নেট দুনিয়া।
চারের থেকে ছক্কা মারতেই যেন বেশি পছন্দ করেন হেটমায়ার। চলতি আইপিএলে তিনি চার মেরেছেন ১৯টি। আর ছক্কা হাঁকিয়েছেন ২১টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -