Shreyas Iyer in KKR: সমর্থকদের জন্য কেকেআর-কে চ্যাম্পিয়ন করতে চাই, বলছেন শ্রেয়স আইয়ার
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবারই প্রথম কেকেআরের হয়ে খেলবেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি এখন আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত। ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রেয়স জানিয়েছেন, তিনি কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামার জন্য তাঁর আর তর সইছে না। ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
এবারের আইপিএলের নিলামে শ্রেয়সকে ১২.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। এরপর অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
শ্রেয়স জানিয়েছেন, ‘আমি আইপিএলের নিলাম দেখছিলাম। কেকেআর প্রথম থেকেই আমাকে দলে নেওয়ার জন্য ঝাঁপায়। আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও আমাকে নিতে চাইছিল। ফলে লড়াই চলছিল। আমরা ভারতীয় দলের সতীর্থরা সবাই মিলে একসঙ্গে বসে নিলাম দেখছিলাম।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
শ্রেয়স আরও জানিয়েছেন, ‘আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আমি আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। আমি বাইরে শান্ত থাকার চেষ্টা করছিলাম, কিন্তু ভিতরে একটু স্নায়ুর চাপে ভুগছিলাম। তারপর কেকেআর আমাকে দলে নিল। তখন দারুণ লাগছিল।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
নতুন দল সম্পর্কে এই ব্যাটসম্যান বলেছেন, ‘কেকেআরের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এই দলে যোগ দিতে পেরে আমি সত্যিই গর্বিত।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
কেকেআর সমর্থকদের উদ্দেশে নতুন অধিনায়কের বার্তা, ‘সমর্থকদের বলব, আমি সোনালি-বেগুনি জার্সি পরার জন্য মুখিয়ে আছি। আর অপেক্ষা করতে পারছি না, এবার মাঠে নামতে চাইছি। অন্যান্যবার বিপক্ষ দলে থেকেছি, এবার কেকেআরের হয়ে মাঠে নামব।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
শ্রেয়স আরও বলেছেন, ‘কেকেআর সমর্থকরা এবার আমার হয়ে গলা ফাটাবেন। এটা ভেবে আমি খুব উত্তেজিত। আমরা দলকে চ্যাম্পিয়ন করতে চাই। করব, লড়ব, জিতব।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
এবারের আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। প্রথম ম্যাচেই কেকেআরের সামনে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ক্রিকেটপ্রেমীদের মতোই শ্রেয়সও এই ম্যাচ নিয়ে উত্তেজিত। ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
শ্রেয়সের অধিনায়কত্বে কি ফের আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কেকেআর? সমর্থকরা এখন সেই আশাতেই আছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/shreyas41/?hl=en
- - - - - - - - - Advertisement - - - - - - - - -