IPL Stat: আইপিএলে সবচেয়ে বেশি ডট বল করেছেন কোন বোলার? তালিকায় প্রথম দশে কে কে রয়েছেন?
তালিকায় সবার আগে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ভারতের তারকা এই পেসার ১৪১৫টি ডট বল করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। ১৩৮৪টি ডট বল করেছেন।
কেকেআরের তুরুপের তাস সুনীল নারাইন রয়েছেন তালিকায়। তিনি আইপিএলে কেকেআরের জার্সিতে মোট ১৩৮২ টি ডট বল করেছেন।
ভারতের অভিজ্ঞ প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহ রয়েছেন তালিকায়। ২০০৮ মরশুম থেকেই আইপিএলে খেলছেন। তিনি মােট ১৩১২ টি ডট বল করেছেন।
অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্রা রয়েছেন তালিকায়। ১১৮৩টি ডট বল করেছেন এই লেগস্পিনার।
মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেস বোলার যশপ্রীত বুমরা নিজের আইপিএল কেরিয়ারে মোট ১০৮৩টি ডট বল করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলেছেন প্রাক্তন লঙ্কা পেসার। তিনি মোট ১২১৭টি ডট বল করেছেন।
পীযূশ চাওলা আইপিএলে ২০০৮ সাল থেকে ১১৬৭টি ডট বল করেছেন আইপিএলে মোট।
দিল্লি, আরসিবি, কেকেআরের জার্সিতে আইপিএলে খেলা উমেশ যাদব টুর্নামেন্টের ইতিহাসে মোট ১০৪০টি ডট বল করেছেন।
আইপিএলের ইতিহাসে প্রবীন কুমার মোট ১১৪৮টি ডট বল করেছেন টুর্নামেন্টের ইতিহাসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -