IPL 2022: ক্যাপ্টেন ধোনির হাত ধরেই সিএসকে মোক্ষলাভ

অধিনায়ক ধোনি ফিরতেই জয়ের সরণিতে সিএসকে

1/9
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ধোনির। আর সঙ্গে চেন্নাই সুপার কিংসের মোক্ষলাভ।
2/9
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ফের অধিনায়ক হিসেবে ফিরলেন ধোনি।
3/9
রবীন্দ্র জাডেজা অধিনায়ক ছিলেন। দলের খারাপ পারফরম্যান্স ও নিজের পারফরম্যান্স ভাল নয় বলে ফের ধোনিকে অধিনায়কত্ব তুলে দেন তারকা অলরাউন্ডার।
4/9
মাঠে নেতৃত্ব দেওয়াটা জলভাত ধোনির কাছে। গত এক দশকের ওপরে এই কাজটাই করে এসেছেন। তাই তিনি ফের সেই দায়িত্ব নিতে পিছপা হননি।
5/9
মাঠে দর্শক সমাগম। গ্যালারিতে ধোনি ধোনি ..শব্দব্রহ্ম। ফিল্ড প্লেসিং থেকে বোলার পরিবর্তন। ফের পুরনো ধোনিকে পাওয়া গেল।
6/9
সমর্থকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। ধোনির প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে হলুদ জার্সিতে ভিড় মাঠের বাইরে।
7/9
সানরইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস করতে নামলেন ধোনি। যদিও টস হারলেন। কিন্তু প্রথমে ব্য়াট করে বিশাল স্কোর বোর্ডে তুলল সিএসকে।
8/9
রুতুরাজের ৯৯, কনওয়ের অর্ধশতরানে ভর করে বোর্ডে ২০২ রান তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।
9/9
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে আটকে গেল চেন্নাই। ধোনির হাত ধরেই জয়ের সরণিতে তিনবারের চ্যাম্পিয়নরা। প্লে অফের দৌড়েও টিকে থাকল তারা।
Sponsored Links by Taboola