IPL Record: এখনও পর্যন্ত অক্ষত, আইপিএলের এই দশটি রেকর্ড ভাঙা সত্যিই কঠিন

আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৫ বার চ্য়াম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সও রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার খেতাব জিতেছে। দুটো দলই যুগ্মভাবে তালিকায় শীর্ষে। দ্বিতীয় স্থানে কেকেআর। তারা তিনবার আইপিএল জিতেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২০০৯-২০২১ পর্যন্ত আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন ক্রিস গেল। কেকেআর, সিএসকে, পাঞ্জাবের জার্সিতে দেখা গিয়েচে তাঁকে। মোট ৩৫৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। যা এখনও পর্যন্ত যে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক ছক্কার তালিকায় শীর্ষে।

কোনও এক আইপিএল মরশুমে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি। ২০১৬ আইপিএলে ৯৭৩ রান করেছিলেন কিং কোহলি। গত ১৭ মরশুমে আর কোনও ব্যাটার ৯০০-র গণ্ডি পেরতে পারেননি। ২০২৩ সালে শুভমন গিল ৮৯০ রান করেছিলেন গোটা মরশুমে।
সবচেয়ে কম রান ডিফেন্ড করে জেতার রেকর্ড রয়েছে সিএসকের। ২০০৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১১৬ রান ডিফেন্ড করতে নেমে পাঞ্জাবকে ৯২ রানে আটকে দেয় সিএসকে।
গত মরশুমে কেকেআরের বিরুদ্ধে ২৬২ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ম্য়াচ জিতে যায় পাঞ্জাব কিংস। যা কোনও এক ম্য়াচে সর্বাধিক রান তাড়া করতে নেমে জয়।
আইপিএলের ইতিহাসে কোনও দলের সর্বনিম্ন রান ৪৯। কেকেআরের বিরুদ্ধে এই রানেই অল আউট হয়ে গিয়েছিল আরসিবি ২০১৭ সালে।
গত আইপিএলে আরসিবির বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান বোর্ডে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। যা এখনও পর্যন্ত আইপিএলে কোনও দলের সর্বাধিক রান।
২০১৩ আইপিএলে পুণে সুপারজায়ান্টস দলের বিরুদ্ধে আইপিএলে আরসিবির জার্সিতে ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ক্রিস গেল। যা এক ইনিংসে কোনও ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল। ২০৫ উইকেট নিয়ছেন তাঁরা এখনও পর্যন্ত। তালিকায় দ্বিতীয় স্থানে ভুবনেশ্বর কুমার ১৮১ উইকেট। অশ্বিন ও নারাইনের ঝুলিতে ১৮০ উইকেট।
আইপিএলে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। ২৪৪ ইনিংসে ব্য়াট করতে নেমে ৮০০৪ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা শিখর ধবনের ঝুলিতে ৬৭৬৯ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -