Urvil Patel: আইপিএলে ব্রাত্য, তবে সৈয়দ মুস্তাক আলিতে ইতিহাস গড়েই চলেছেন গুজরাত তারকা
গত মরশুমের আইপিএলে গুজরাত টাইটান্সের অংশ ছিলেন তরুণ তুর্কি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এবারের আইপিএল নিলামে উর্ভিল পটেলের জন্য ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই দর হাঁকায়নি।
তবে আইপিএল নিলামের পর থেকেই বিধ্বংসী ফর্মে উর্ভিল। তাঁর ফর্ম দেখে প্রশ্ন উঠছে, ফ্র্যাঞ্চাইজিরা তাঁকে না নিয়ে ভুল করল না তো?
গুজরাতের হয়ে খেলা তরুণ কিপার-ব্যাটার দিনকয়েক আগেই ইতিহাস গড়েছিলেন। দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে ২৮ বলে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।
আজ সৈয়দ মুস্তাক আলিতে চলতি মরশুমের পঞ্চম ম্যাচে ফের একবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে আরেকটু বেশি সময় নিলেন তিনি।
আরও স্পষ্টভাবে বললে, আট বল বেশি নিলেন তিনি। ৩৬ বলে এল তাঁর সেঞ্চুরি।
৪১ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন গুজরাতের কিপার-ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই গুজরাত খুব সহজেই ১৮৩ রান তাড়া করতে নেমে আট উইকেট ও ৪১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
এদিনের সেঞ্চুরিতে আরও একবার ইতিহাস গড়লেন উর্ভিল।
তিনিই বর্তমানে একমাত্র ভারতীয় ব্যাটার যার দখলে ৪০-র কম বলে একাধিকবার সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে। প্রশ্ন উঠছে আইপিএল কিপার-ব্যাটারের ব্রাত্য হওয়াটা কতটা যুক্তিসঙ্গত। ছবি- উর্ভিলের সোশ্যাল মিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -