Virat Kohli: দেশের মাটিতে নয়, এবার ইংল্য়ান্ডের মাটিতে খেলতে চলেছেন বিরাট কোহলি?

Virat Kohli Update: বিরাটের তরফে এখনও যদিও কোনও বার্তা দেওয়া হয়নি। টেস্টে ১২৩ ম্যাচে ৯২৩০ রান ঝুলিতে পুরে নেওয়ার পর কিছুদিন আগে আচমকাই এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন কোহলি।

বিরাট কোহলি

1/8
টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটেও আর দেখা যাবে না তাঁকে। শুধু বাকি রয়েছে ওয়ান ডে ফর্ম্য়াট। বিরাট কোহলি কি এবার অন্য কোথাও দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে।
2/8
সূত্রের খবর, ইংল্যান্ডের কাউন্টি ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে বিরাটকে। ইংল্যান্ডের একটি কাউন্টি ক্লাব কোহলিকে নেওয়ার ইচ্ছে প্রকাশও করেছেন।
3/8
বিরাট নিজেই ইংল্যান্ডে থাকেন বছরের অনেকটা সময়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ক্রিকেট ছাড়ার পর পাকাপাকি ইংল্যান্ডের পাড়ি দেওয়ার ভাবনা চিন্তাও রয়েছে বিরাটের।
4/8
এই পরিস্থিতিতে ইংরেজি সংবাদপত্র 'গার্ডিয়ান' এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্স বিরাটকে খেলানোর ইচ্ছে জানিয়েছে।
5/8
ইংল্যান্ডের মাটিতে সেক্ষেত্রে লাল বলের ক্রিকেটে দেখা যেতেই পারে বিরাটকে। এমনকী ইংল্য়ান্ডের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট মেট্রো ব্যাঙ্ক কাপে খেলতে পারেন কোহলি।
6/8
মিডলসেক্সের ডিরেক্টর অ্য়ালান কোলম্য়ান জানিয়েছেন, ''এই প্রজন্মের সেরা প্লেয়ারদের একজন বিরাট কোহলি। তাই আমরা অবশ্যই তাঁকে দলে পাওয়ার জন্য লড়াই করব।''
7/8
মিডলসেক্সের হয়ে খেলে থাকেন কেন উইলিয়ামসন। সেক্ষেত্রে বিরাট ও উইলিয়ামসনের মিডল অর্ডারে পার্টনারশিপ কিন্তু উল্টোদিকে যে কোনও দলের কাছে সমস্যা তৈরি করতে পারে।
8/8
বিরাটের তরফে এখনও যদিও কোনও বার্তা দেওয়া হয়নি। টেস্টে ১২৩ ম্যাচে ৯২৩০ রান ঝুলিতে পুরে নেওয়ার পর কিছুদিন আগে আচমকাই এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন কোহলি।
Sponsored Links by Taboola