IPL 2021 Photos: মুক্ত শাকিব, ছন্দে থাকা বিবেক, নিলামে কেকেআরের লক্ষ্য কারা?
ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও তা গোপন করায় নির্বাসিত হয়েছিলেন। তবে এখন নির্বাসনমুক্ত বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। অতীতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন শাকিবের জন্য ঝাঁপাতে পারে কেকেআর। ন্যূনতম মূল্য ২ কোটি টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩.৪৩ গড়ে ৮৫৫ রান রয়েছে ইংরেজ ক্রিকেটার দাউইদ মালানের। স্ট্রাইক রেট? প্রায় দেড়শো। অর্থাৎ প্রত্যেক একশো বলে দেড়শো রান করে থাকেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে। মালানের জন্যও ঝাঁপাতে পারে কেকেআর। ন্যূনতম দাম দেড় কোটি টাকা।
অলরাউন্ডার মোয়েস অনরিকস আগে শাহরুখ খানের দলের হয়ে খেলেছেন। এবারও মিডিয়াম পেসার-অলরাউন্ডারের জন্য দর হাঁকতে পারে নাইট শিবির। ন্যূনতম মূল্য ১ কোটি টাকা।
বাংলার তরুণ পেসার আকাশ দীপকে ত্রয়োদশ আইপিএলে নেট বোলার করে নিয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ডানহাতি জোরে বোলার সৈয়দ মুস্তাক আলিতে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। একটি ম্যাচে ৪ উইকেটও ছিল। ন্যূনতম মূল্য ২০ লক্ষ টাকা।
কেকেআরের নজরে রয়েছেন বাংলার বিবেক সিংহও। বিবেক ব্যাটসম্যান। উইকেটকিপিংও করেন। সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে ৫ ম্যাচে ২০৮ রান করেছেন। যার মধ্যে ঝাড়খন্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৬৪ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস ছিল। একটি হাফসেঞ্চুরিও করেছিলেন। ন্যূনতম মূল্য ২০ লক্ষ টাকা। সব ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -