Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022 Qualifier Race: দৌড় শেষ মুম্বই, চেন্নাইয়ের, বাকি ৭ দলের প্লে অফে ওঠার অঙ্ক কেমন?
দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছেন তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লি ক্যাপিটালস তাদের পরবর্তী ২ ম্যাচেও যদি জিতে যায়। আর লখনউ কেকেআরকে হারিয়ে দেয়। তবে দিল্লির প্লে অফের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। তবে আরসিবি ও রাজস্থান তাদের পরবর্তী ২ ম্যাচ কী করে তার দিকে তাকিয়ে থাকতে হবে।
রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ১২ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। নেট রান রেটও বেশ ভাল। বাকি ২ ম্যাচে জিতলেই প্লে অফে রাজস্থান।
আরসিবি এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু তারাও প্লে অফে জায়গা করে নিতে পারে। বাকি ২ ম্যাচ জিততেই হবে আরসিবিকে।
ফাফ ডু প্লেসির আরসিবির বাকি ২ ম্যাচে জিতলে ১৬ পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে তিন না চার নম্বরে তারা শেষ করবে তার জন্য হয়ত অন্য দলের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
সানরাইজার্স টানা চার ম্যাচে হেরেছে। বাকি ৩ ম্যাচে জিতলেও আরসিবি ও রাজস্থান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন। যদি রাজস্থান ও আরসিবি তাদের বাকি ২ ম্যাচে হেরে যায়। তবে নেট রান রেটের হিসেবে সুযোগ আসতে পারে উইলিয়ামসন বাহিনীর সামনে।
কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফের অঙ্ক ভীষণ কঠিন। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর ১২ ম্যাচে ১০ পয়েন্ট নাইটদের।
যদি আরসিবি ও রাজস্থান তাদের বাকি ২ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জেতে, তবে কেকেআরের প্লে অফে ওঠার সুযোগ নষ্ট হয়ে যাবে।
কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের জন্য প্লে অফের রাস্তা খুবই সোজা। দ্বিতীয় দল হিসেবে তারা প্লে অফের চলে যাবে আর একটি ম্যাচ জিতলেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -