Wridhhiman Saha: নেটে ব্যাটের ঝড়, আইপিএলের মঞ্চে ফের জ্বলে উঠবেন বাংলার তারকা?
আইপিএলের আগে তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। বিতর্কের দাবানল গ্রাস করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় টেস্ট দল থেকে তাঁর বাদ পড়া এবং তা নিয়ে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) বিস্ফোরক মন্তব্য, জাতীয় ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিল।
iঋদ্ধিমান এখন ঢুকে পড়েছেন আইপিএল (IPL) গ্রহে। এবং বিতর্ক ভুলে বাইশ গজে ফের নিজেকে প্রমাণ করার জন্য তৎপর বঙ্গ উইকেটকিপার।mage 3
আইপিএল নিলামের প্রথম দিন অবিক্রিত ছিলেন ঋদ্ধি। নিলামের দ্বিতীয় দিন তাঁকে কেনে গুজরাত টাইটান্স।
দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। মুম্বইয়ে চলছে গুজরাতের প্রস্তুতি। সেখানে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে কলকাতা ময়দানের পাপালিকে।
গুজরাত টাইটান্সের (Gujarat Titans) পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ঋদ্ধিকে দেখা গিয়েছে নেটে দুরন্ত ছন্দে ব্যাট করতে।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'ইসকো ক্যায়সে সাহা যায়ে? ঋদ্ধির ব্যাটের ফ্লো...'
ঋদ্ধি নিজে সোমবার দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে কিছু লেখেননি। শুধু দুটি ইমোজি দিয়েছেন। যা দেখে ক্রিকেটারের ঘনিষ্ঠ বৃত্তে থাকা লোকজনেরা বলছেন, ঝড়ের আগের নিস্তব্ধতা। আইপিএলে ঋদ্ধির ব্যাটে বড় স্কোর যেন সময়ের অপেক্ষা।
আইপিএলে ১৩৩ ম্যাচ খেলে ২১১০ রান করেছেন ঋদ্ধিমান। তাঁর স্ট্রাইক রেট ১২৮.৭৩। রয়েছে একটি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চুরি।
১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে বাংলার তারকাকে কিনেছে গুজরাত লায়ন্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -