ISL 2022-23: আসন্ন আইএসএল মরসুমে নজরে বাংলার এই পাঁচ ফুটবলার
ইস্টবেঙ্গলের হতাশাজনক মরসুমেও গত বছরে একজন ফুটবলার সকলের নজর কেড়েছিলেন। তিনি হীরা মণ্ডল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার নিজের ঠিকানা বদলে বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন হীরা। ইতিমধ্যেই জিতে নিয়েছেন ডুরান্ড কাপও। তিনি এ মরসুমে নিজের ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেইদিকে সকলের নজর থাকবে।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গত মরসুমে হ্যাটট্রিক করে শোরগোল ফেলে দিয়েছিলেন কিয়ান নাসিরি। কিয়ানই প্রথম খেলোয়াড় যিনি পরিবর্ত হিসাবে নেমে আইএসএলে হ্যাটট্রিক করেছেন।
২১ বছর বয়সি ফরোয়ার্ড এটিকে মোহনবাগানের হয়ে ডুরান্ড কাপেও দুই গোল করেছিলেন। ধীরে ধীরে ফর্মে ফেরা এই তরুণের দিকে নজর থাকাটা খুবই স্বাভাবিক।
গত মরসুমে হায়দরাবাদ এফসির আইএসএলজয়ী দলের সদস্য ছিলেন সৌভিক চক্রবর্তী। এ বছর তিনি যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে।
আইএসএলের আটটি মরশুমে ১০৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে সৌভিকের। ডুরান্ড থেকে আইলিগ, আইএসএল, ভারতীয় ফুটবলের প্রায় সব ট্রফিই জিতেছেন সৌভিক। তাঁর এই অভিজ্ঞতাই ইস্টবেঙ্গলের ভরসার বড় কারণ। লাল হলুদের ভাগ্য বদলাতে হলে সৌভিকের ভাল খেলাটা ভীষণ জরুরি।
গত মরসুমটা প্রবীর দাসের জন্য বেশ হতাশাজনকই ছিল। এটিকে মোহনবাগান দলে তেমন খেলার সুযোগ পাননি তিনি।
এবার তাই সবুজ মেরুন ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন প্রবীর। ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর হয়ে দুইটি অ্যাসিস্টও করেছেন তিনি। প্রবীর নিজের সেরা ফর্মে থাকলে, তাঁকে আটকানো কিন্তু বেশ মুশকিল।
গত মরসুমে ঋত্বিক দাসের গোলেই এটিকে মোহনবাগানকে হারিয়ে জামশেদপুর এফসি আইএসএল শিল্ডজয় সুনিশ্চিত করেছিল।
লিগের শেষ ছ’টি ম্যাচে চারটি গোল করেন ঋত্বিক। একটি গোল করানও। যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করতে চাইবেন ঋত্বিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -