ISL: আইএসএলের সেমিতে কোন চার দল? কেমন ছিল তাঁদের পারফরম্যান্স?
দেখতে দেখতে আইএসএলের গ্রুপ পর্ব শেষ হয়ে গেল। চলতি মরসুমের জন্য টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট ঠিক হয়ে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেমিতে জায়গা করে নিয়েছে এটিকে মোহনবাগান। গত চার মরসুমে অন্যতম সেরা ধারাবাহিক দল সবুজ মেরুন ব্রিগেড। অজি ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস এবারের মরসুমে দলের গেম চেঞ্জার।
অজি ফরোয়ার্ড এবারের এটিকে মোহনবাগানের জার্সিতে মোট ১০টি গোল করেছেন। একই সঙ্গে ৭টি অ্যাসিস্টও করেছেন। গাচিবোলি স্টেডিয়ামের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নামবেন প্রীতম, মনবীররা।
তালিকায় রয়েছে মুম্বই সিটি এফসিও। ২০২০-২১ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই শিবির। এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ৪৬ পয়েন্ট নিয়ে এবার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মুম্বই সিটি।
জর্জ পেরেরা দিয়াজ ও গ্রেগ স্টেওয়ার্ট এবারের টুর্নামেন্টে মুম্বইকে সবচেয়ে বেশি ভরসা দিয়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ চারে নামবে মুম্বই।
হায়দরাবাদ এফসিও সেমিতে পৌঁছে গিয়েছে। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে হায়দরাবাদ শিবির।
হায়দরাবাদের স্ট্যান্ড আউট প্লেয়ার ওগবেচে। তিনি চলতি টুর্নামেন্টে ১০ গোল করেছেন। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেমিতে নামবে তারা।
গত দুটো মরসুমে প্রথম চারে থেকে শেষ করতে পারেনি বেঙ্গালুরু এফসি। কিন্তু অবশেষে এবার সেমিতে পৌঁছে গিয়েছে সুনীল ছেত্রীর দল।
২০১৮-১৯ মরসুমে প্রথমবার আইএসএল খেতাব জেতে বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রী দুর্দান্ত ফর্মে রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -