ISL: আইএসএলের সেমিতে কোন চার দল? কেমন ছিল তাঁদের পারফরম্যান্স?

ISL 2023: গত দুটো মরসুমে প্রথম চারে থেকে শেষ করতে পারেনি বেঙ্গালুরু এফসি। কিন্তু অবশেষে এবার সেমিতে পৌঁছে গিয়েছে সুনীল ছেত্রীর দল।

আইএসএলের সেমিতে এটিকে মোহনবাগান

1/9
দেখতে দেখতে আইএসএলের গ্রুপ পর্ব শেষ হয়ে গেল। চলতি মরসুমের জন্য টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট ঠিক হয়ে গিয়েছে।
2/9
সেমিতে জায়গা করে নিয়েছে এটিকে মোহনবাগান। গত চার মরসুমে অন্যতম সেরা ধারাবাহিক দল সবুজ মেরুন ব্রিগেড। অজি ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস এবারের মরসুমে দলের গেম চেঞ্জার।
3/9
অজি ফরোয়ার্ড এবারের এটিকে মোহনবাগানের জার্সিতে মোট ১০টি গোল করেছেন। একই সঙ্গে ৭টি অ্যাসিস্টও করেছেন। গাচিবোলি স্টেডিয়ামের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নামবেন প্রীতম, মনবীররা।
4/9
তালিকায় রয়েছে মুম্বই সিটি এফসিও। ২০২০-২১ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই শিবির। এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ৪৬ পয়েন্ট নিয়ে এবার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মুম্বই সিটি।
5/9
জর্জ পেরেরা দিয়াজ ও গ্রেগ স্টেওয়ার্ট এবারের টুর্নামেন্টে মুম্বইকে সবচেয়ে বেশি ভরসা দিয়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ চারে নামবে মুম্বই।
6/9
হায়দরাবাদ এফসিও সেমিতে পৌঁছে গিয়েছে। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে হায়দরাবাদ শিবির।
7/9
হায়দরাবাদের স্ট্যান্ড আউট প্লেয়ার ওগবেচে। তিনি চলতি টুর্নামেন্টে ১০ গোল করেছেন। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেমিতে নামবে তারা।
8/9
গত দুটো মরসুমে প্রথম চারে থেকে শেষ করতে পারেনি বেঙ্গালুরু এফসি। কিন্তু অবশেষে এবার সেমিতে পৌঁছে গিয়েছে সুনীল ছেত্রীর দল।
9/9
২০১৮-১৯ মরসুমে প্রথমবার আইএসএল খেতাব জেতে বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রী দুর্দান্ত ফর্মে রয়েছেন।
Sponsored Links by Taboola