Javagal Srinath Birthday : মুখে হাসি ও বিষাক্ত ইনস্যুইং, জন্মদিনে জাভাগালকে ফিরে দেখা
ব্যাটসম্যানকে বিব্রত করার জন্য বিষাক্ত ইনসুইংগ্যার ছিল অস্ত্র। লাইন-লেংথে বেশিরভাগ ক্ষেত্রেই যেন জ্যামিতির মাপে এঁকে ২২ গজে ফেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘরোয়া ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট রয়েছে কর্নাটকের পেসারের দখলে। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ।
১৯৯১ থেকে ২০০৩, ২০ বছরের দীর্ঘ কেরিয়ারের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিও রয়েছে মাইসোর এক্সপ্রেসের।
ভারতের হয়ে ২২৯ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩১৫ উইকেট রয়েছে শ্রীনাথের ঝুলিতে। ওডিআই-র বিচারে ভারতীয় বোলারদের মধ্যে যা অনিল কুম্বলের (৩৩৭) ঠিক পরেই।
১৯৮৯-৯০ মরশুমে কর্নাটকের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক।
৯৯৯ সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিলেন ১৩ উইকেট। ভারতের ম্যাচ হারলেও পরাজিত কোনও বোলারের উইকেট শিকারের বিচারে যা সর্বোচ্চ।
১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে খেলেছেন জাভাগাল শ্রীনাথ। বিশ্বকাপের মঞ্চে ৪৪ টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
২০০২ সালেই কেরিয়ারে ইতি টানতে চেয়েছিলেন শ্রীনাথ। অবশ্য তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে চেয়েছিলেন পরের বছরের বিশ্বকাপে। যেখানে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট ছিল জাভাগালের।
দেশের জার্সিতে ৬৭ টেস্টেও খেলেছেন জাভাগাল শ্রীনাথ। যার মধ্যে ১২ বার প্রথম পাঁচে ব্যাটও করতে নেমেছেন। টেস্টে সর্বোচ্চ ৭৬ রান।
২০০৬ থেকে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে কাজ করা জাভাগাল শ্রীনাথ ১৯৯৬ সালে পেয়েছেন অর্জুন পুরস্কার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -