Jhulan Goswami Records: দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে এক নজরে ঝুলন গোস্বামীর গড়া রেকর্ডগুলি
ইংল্যান্ডের বিরুদ্ধে দুই দশক আগে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই লর্ডসে দুই দশক পর একগুচ্ছ রেকর্ড গড়ে কেরিয়ার শেষ করলেন ঝুলন গোস্বামী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ঝুলনই একমাত্র বোলার হিসাবে ২৫০-র অধিক উইকেটে (২৫৫) নিয়েছেন।
সর্বকালের সর্বাধিক, ৩৫৫টি উইকেটশিকরী (ওয়ান ডেতে ২৫৫, টেস্টে ৪৪ ও টি-টোয়েন্টিতে ৫৬) মহিলা ক্রিকেটারও তিনি।
ভারতের হয়ে ২০০৫ থেকে ২০২২, মোট পাঁচটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছেন ঝুলন। বিশ্বকাপ না জিততে না পারলেও বিশ্বকাপে সর্বাধিক ৪৩টি উইকেট কিন্তু ঝুলনই নিয়েছেন ।
মহিলাদের ওয়ান ডেতে ঝুলনই একমাত্র ক্রিকেটার যিনি ১০ হাজারটি বল করেছেন।
ওয়ান ডেতে সর্বাধিক ২৬৫টি মেডেন ওভার করার রেকর্ডও ঝুলনের দখলে।
২০০৪ থেকে ২০১৬, ভারতের সবকয়টি (ছয়বার) এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন ঝুলন গোস্বামী।
কণিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসাবে (২৩ বছর ২২৭ দিন) এক টেস্ট ১০ উইকেট নিয়েছেন ঝুলন।
আন্তর্জাতিক ক্রিকেটে ঝুলনের থেকে মাত্র একজনই (সচিন তেন্ডুলকর) বেশিদিন ক্রিকেট খেলেছেন।
আইসিসির নির্ধারিত গত দশকের সেরা মহিলা ওয়ান ডে একাদশের অন্যতম সদস্য বাংলার ঝুলন গোস্বামী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -