Apple Diwali Sale: আসছে অ্যাপেলের দিওয়ালি সেল, কবে শুরু, কী কী চমক পেতে পারেন ক্রেতারা

Apple India: উৎসবের মরশুমে বিশেষ দীপাবলি সেল ভারতে নিয়ে আসতে চলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপেল।

অ্যাপেলের দিওয়ালি সেল

1/10
উৎসবের মরশুমে শুরু হতে চলেছে অ্যাপেলের 'দিওয়ালি সেল', ফ্রি-গিফট পেতে পারেন ভারতের গ্রাহকরা।
2/10
অনুমান আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি- র সঙ্গে ফ্রি এয়ারপডস পেতে পারেন ক্রেতারা। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি অ্যাপেল কর্তৃপক্ষ।
3/10
দীপাবলি উপলক্ষ্যে অ্যাপেলের এই বিশেষ সেল শুরু হতে চলেছে ২৬ সেপ্টেম্বর। এখনও এই ডিলের প্রসঙ্গে বিশদে কিছু ঘোষণা করেনি সংস্থা।
4/10
স্বল্প সময়ের জন্যই এই অফার চলবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, আইফোন কিনলে ফ্রি গিফট পাওয়া যাবে।
5/10
অনুমান আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি- র সঙ্গে ফ্রি এয়ারপডস পেতে পারেন ক্রেতারা। গত বছর অ্যাপেল কর্তৃপক্ষ আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি- র সঙ্গে এয়ারপডস ফ্রি দিয়েছিল।
6/10
তার আগে ২০২০ সালে অ্যাপেল সংস্থা উৎসবের মরশুমে একই অফার দিয়েছিল আইফোন ১১ সিরিজের ক্ষেত্রে। তাই চলতি বছরেও এই অফার থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
7/10
প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৪ সিরিজ ভারতে লঞ্চের পর আইফোন ১৩- র দাম কমেছে। তাই এই মুহূর্তে আইফোনের দামে ফ্ল্যাট ডিসকাউন্ট খুব একটা থাকবে বলে মনে করা হচ্ছে না।
8/10
তবে ব্যাঙ্ক কার্ডের ভিত্তিতে অ্যাপেল কর্তৃপক্ষ আইফোনের দামে ছাড় দিতে পারে। তবে ফ্ল্যাট ডিসকাউন্ট সম্ভবত থাকবে না।
9/10
আইপ্যাড এবং ম্যাকবুক ও এয়ারপডসের ক্ষেত্রে অ্যাপেল কর্তৃপক্ষ কোনও ছাড় দেবে কিনা তা এখনও জানা যায়নি।
10/10
ভারতীয় গ্রাহকদের জন্য অ্যাপেলের এই দিওয়ালি সেল ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে কবে পর্যন্ত চলবে সেই প্রসঙ্গেও জানা যায়নি।
Sponsored Links by Taboola