Jhulan Goswami: অবসরের পর ঘরে ফিরলেন ঝুলন, রাজকীয় বরণ সিএবির তরফে
কলকাতায় পৌঁছলেন ঝুলন গোস্বামী। লর্ডসে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন বাংলার এই তারকা মহিলা পেসার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন বিমানবন্দরে ঝুলনের জন্য় অপেক্ষা করছিল নানা চমক। তাঁকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন অনেক কচিকাঁচারা।
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গত ২০ বছর দাপটের সঙ্গে খেলেছেন। সর্বকালের সেরা মহিলা পেসার হিসেবেও তাঁকে মানা হয়ে থাকে।
২০৪ ওয়ান ডে ম্যাচে ২৫৫ উইকেট। ১২টি টেস্টে ৪৪টি উইকেট ও টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে ৫৬ উইকেট ঝুলিতে তাঁর।
এদিন ঝুলনকে বরণ করে নিতে সিএবির তরফে উপস্থিত ছিলেন কর্মকর্তারা। এছাড়াও প্রাক্তন মহিলা ক্রিকেটারও উপস্থিত ছিলেন।
এদিন কলকাতা বিমানবন্দরে খুদে ক্রিকেটাররা ঝুলনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি সিএবি কর্তারা ঝুলনকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন।
অভিষেক ডালমিয়া পুষ্পস্তবক দিয়ে ঝুলনকে সংবর্ধনা জানান। অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুলতে এদিন এগিয়ে আসেন বিমানবন্দরে।
ঝুলনের ছবি প্রিন্ট করা টি শার্ট ও হাতে ঝুলনের কেরিয়ারের বিভিন্ন সময়ের মুহূর্তগুলো বন্দি করা পোস্টার হাতে ছিলে অনেক খুদে ক্রিকেটাররা।
কেরিয়ারের প্রথম ম্যাচ , শেষ ম্যাচ ও ২০১৭ বিশ্বকাপকে নিজের কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত বলেছেন ঝুলন। এছাড়াও বিশ্বকাপ না জেতা অন্যতম আক্ষেপ বলেছেন তারকা পেসার।
সিএবির তরফে আগেই জানানো হয়েছে যে ঝুলন গোস্বামীকে পরবর্তীতে সংবর্ধনা দেওয়া হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -