Mohammed Siraj: লঙ্কাবধে একাধিক রেকর্ড ঝুলিতে, বোলারদের সিংহাসনে সিরাজ, ফিরে দেখা তাঁর ওয়ান ডে রেকর্ড
ওয়ান ডে ফর্ম্যাটে বোলারদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহম্মদ সিরাজ। আজই নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে ফর্ম্যাটে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলার পর থেকে অনেকগুলো রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন সিরাজ।
কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করেছিলেন এক ইনিংসে সেই ম্যাচেই। ২.৪ ওভারের মধ্য়েই ৫ উইকেট ঝুলিতে পুরে নেন সিরাজ। এছাড়াও ওয়ান ডে ফর্ম্যাটে ৫০ উইকেটের মালিক হয়েছেন তিনি।
প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন সিরাজ। এছাড়াও এই কৃতিত্ব রয়েছে চামিন্ডা ভাস, পাকিস্তানের মহম্মদ সামির।
মাত্র ১৬ বলের ডেলিভারিতে ৫ উইকেট ঝুলিতে পুরেছিলেন সিরাজ। ভাস ও আলি খানের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম পাঁচ উইকেট শিকার সিরাজের ওয়ান ডে-তে।
এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ায় এক লাফে শীর্ষে উঠে পড়েছেন সিরাজ়। হায়দরাবাদের পেসারের সংগৃহীত পয়েন্ট ৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজ়লউডের পয়েন্ট ৬৭৮।
তিন নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭। চার ও পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। মুজিবের পয়েন্ট ৬৫৭। রশিদের পয়েন্ট ৬৫৫।
এর আগে ব়্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন তিনি। এক লাফে আট ধাপ উঠেছেন ভারতীয় পেসার। তিনি এক নম্বরে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজ়লউড।
এশিয়া কাপ ফাইনালে সিরাজের স্পেল ভারতীয় বোলারদের মধ্যে চতুর্থ সেরা স্পেল। তার আগে রয়েছেন বিনি, কুম্বলে ও বুমরা।
ওয়ান ডে ফর্ম্যাটে মহম্মদ সিরাজের ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে ৫৩ উইকেট। মোট ২৯টি ম্যাচ খেলেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -