Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Olympics: অলিম্পিক্সের মঞ্চে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তাঁরাই, তালিকায় রয়েছেন নীরজও
মাঝে আর মাত্র পাঁচদিন। এরপরই শুরু হতে চলেছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ অলিম্পিক্স। এবার প্যারিসে বসছে এই অলিম্পিক্সের আসর। দেখে নেওয়া যাক অলিম্পিক্সের মঞ্চে এর আগে কোন কোন ভারতীয় অ্য়াথলিট পদক এনে দিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাধীনতার পরবর্তী ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অল্পের জন্য পদক জয় মিস করেছিলেন পিটি উষা। তিনি চতুর্থ স্থান অধিকার করেছিলেন। ৪০০ মিটার হার্ডলে অংশ নিয়েছিলেন তিনি।
নীরজ চোপড়া গত টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম পদক।
ফ্লাইং শিখ নামে খ্যাত ছিলেন প্রয়াত কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংহ। ১৯৬০ রোম অলিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন মিলখা সিংহ।
২০০৪ এথেন্স অলিম্পিক্সে পঞ্চম স্থান অধিকার করেছিলেন ভারতের প্রাক্তন লং জাম্পার অঞ্জুম ববি জর্জ।
২০০৮ অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন শ্যুটার অভিনব বিন্দ্রা। তিনিই ভারতের প্রথম অ্যাথলিট যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অলিম্পিক্সে।
শটপুটে তাজিন্দারপাল সিংহ এশিয়ান রেকর্ড ঝুলিতে পুরেছিলেন ২০২১ সালে। টোকিও অলিম্পিক্সে ফাইনালের আগে কব্জির চোটে ছিটকে যেতে হয় পদক জয়ের অন্য়তম দাবিদার এই ভারতীয় অ্যাথলিটকে।
এবার প্যারিস অলিম্পিক্সেও সবার নজর থাকবে নীরজ চোপড়ার দিকে। জ্যাভলিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আরও একটি পদক কি আনতে পারবেন পানিথের তরুণ?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -