VVS Laxman: ভারতীয় ক্রিকেটের 'ভেরি ভেরি স্পেশাল', ৪৯ তম জন্মদিনে ভিভিএস লক্ষ্মণের জানা-অজানা তথ্য
আজ ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ভিভি এস লক্ষ্মণের জন্মদিন। ৪৯ তম বসন্তে পা দিলেন লক্ষ্মণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ। এছাড়াও জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন দ্রাবিড়ের স্টপগ্যাপ হিসেবে।
অনেকেই হয়ত জানেন না তারকা এই প্রাক্তন ব্যাটারের পুরো নাম ভানগিপুরাপু বেঙ্কট সাই লক্ষ্মণ। ১৯৭৪ সালে হায়দরাবাদের আজকের দিনে জন্ম হয় তাঁর।
১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় লক্ষ্মণের। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি অর্ধশতরান হাঁকিয়েছিলেন।
১৬ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ার ছিল লক্ষ্মণের। ওয়ান ডে ফর্ম্যাটে খুব একটা সাফল্য না পেলেও টেস্ট ফর্ম্যাটে জাতীয় দলের মেরুদণ্ড ছিলেন তিনি। ১৩৪ ম্যাচে ৮৭৮১ রান করেছিলেন তিনি।
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২৮১ রানের ইনিংস খেলেছিলেন লক্ষ্মণ। সেটিই তাঁর টেস্ট কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে সেই ইনিংসটি।
রঞ্জিতে এক মরসুমে সর্বাধিক রান করার রেকর্ড এখনও ভিভিএস লক্ষ্মণের ঝুলিতে। ১৯৯৯-২০০০ মরসুমে তিনি রঞ্জিতে তিনি ১৪১৫ রান করেছিলেন।
ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রপৌত্র ভিভি এস লক্ষ্মণ।
নিজের ওয়ান ডে কেরিয়ারে লক্ষ্মণ ৮৬টি ম্যাচ খেলেছেন। তিনি মোট ২৩৩৮ রান করেছেন। মোট ৬টি শতরান হাঁকিয়েছেন তিনি।
প্রাক্তন ভারতীয় কোচ জন রাইটের সঙ্গে ভিভি এস লক্ষ্মণ। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের বেশিরভাগ সময়টাই জন রাইটের কোচিংয়ে খেলেছেন লক্ষ্মণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -