Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জিতেই ইতিহাসের সফলতম ফুটবলার হয়ে গেলেন মেসি
লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে ম্যাচ ন্যাশভিলকে পরাজিত করল ইন্টার মায়ামি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্ধারিত সময়ে ১-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ১০-৯ ম্যাচ জিতে নেয় মার্কিন মুলুকের ক্লাবটি।
ম্যাচে ফের একবার ইন্টারের হয়ে গোল করেন মেসি। এই নিয়ে লিগস কাপে টানা সাত ম্যাচে গোল করলেন আর্জেন্তাইন।
এই নিয়ে সাত ম্যাচে ইন্টার মায়ামির হয়ে ১০ গোল করে ফেললেন মেসি। হয়ে গেলেন ইন্টারের সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
তবে ২৩ মিনিটে মেসির গোলের জবাবে ফাফা ৫৭ মিনিটে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান। কিন্তু শেষ হাসি হাসে ইন্টার মায়ামিই।
এটাই নতুন ক্লাবের হয়ে মেসির প্রথম ট্রফিজয়। এই নিয়ে তাঁর কেরিয়ারে ৪৪টি ট্রফি জিতেনিলেন মেসি, যা কোনও ফুটবলারের জন্য সর্বকালের সর্বোচ্চ।
খেতাব জয়ের পর উচ্ছ্বসিত সতীর্থরা মেসিকে মাথায় নিয়ে উচ্ছ্বাসে ভাসেন।
মেসির পাশাপাশি ডেভিড বেকহ্যামের ক্লাবের হয়ে এটাই সার্জিও বুস্কেতস ও জর্দি আলবারও প্রথম ট্রফি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -