Relationship Tips: মুখে বন্ধুত্ব বলছেন, কিন্তু আচরণে অন্য ইঙ্গিত পাচ্ছেন না তো সামনের জন! সতর্ক হোন এখনই
সময়ের সঙ্গে সম্পর্কের জটিলতাও বেড়ে চলেছে। সোজাসুজি ভাললাগা বা ভালবাসার কথা বলতেও আজকাল সঙ্কোচ বোধ করি আমরা। বললেও যে পরিণতি সুখকর হয়, তেমন নয়। আমাদের নিজেদের মনেও হীনম্মন্যতা, নিরাপত্তাহীনতা কাজ করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতে অনেক সময় হিতে বিপরীতও হয়। নিজেদের নিরাপত্তাহীনতা, হীনম্মন্যতা থেকে অন্যকে ভুল বার্তা দিয়ে ফেলি আমরা। কখনও কারও প্রতি নির্ভরশীল হয়ে পড়ি আমরা। ঠিক প্রেম-ভালবাসা নয়, বরং এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।
এক্ষেত্রে এমন আচরণ করে ফেলি, যাতে সামনের জনের কাছে ভুল বার্তা যায়। আমাদের স্নেহ, ভাললাগাকে ভালবাসা ভেবে ফেলেন তাঁরা। তাই সত্যতা প্রকাশ পেলে তিনি যেমন আহত হন, সম্পর্কেও প্রভাব পড়ে। তাই কী বার্তা দিচ্ছি, সামনের জন তা থেকে কী ইঙ্গিত পাচ্ছেন, সে ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন আমাদের।
কথায় এবং কাজে মিল থাকা অত্যন্ত জরুরি। মুখে হয়ত বন্ধু বলছেন কাউকে, কিন্তু এমন আচরণ করছেন, যাতে অন্য কিছুই প্রতিফলিত হচ্ছে। এক্ষেত্রে আগে থেকে সতর্ক হয়ে যাওয়া ভাল। নইলে সামনের জনের প্রশ্নের মুখে পড়তে হতে পারে।
হালকা ফ্লার্ট, খুনসুটি এসব জীবনের অঙ্গ। কিন্তু কতদূর এগনো উচিত, কোথায় থামা উচি, তা বোঝা দরকার। নইলে আপনি হয়ত গোটা বিষয়টিকেই খুব সাধারণ ভাবে গ্রহণ করলেন, কিন্তু সামনের জন ভাবতে পারেন আপনার তাঁর প্রতি অনুরাগ জন্মেছে।
বন্ধু ভেবে কারও সঙ্গে জীবনের একান্ত ব্যক্তিগত কথাও হয়ত কারও সঙ্গে ভাগ করে নিলেন আপনি। এতে সামনের জনের মনে অন্য ধারণা জন্মাতে পারে। গভীর সংযোগ খুঁজতে পারেন তাঁরা।
একসঙ্গে ঘুরতে যাওয়া বা ভবিষ্যতের কোনও পরিকল্পনায় হয়ত কাউকে শামিল করে নিলেন আপনি। নির্দ্বিধায় সে কথা জানালেনও সামনের জনকে। তাতে একসঙ্গে জীবন কাটানোর বার্তা পেতে পারেন তিনি।
রোজ তাঁর সঙ্গে একবার কথা না বললে হয়ত চলে না আপনার। খুঁটিনাচি সব কথা হয়ত নিয়ম করে তাঁকে জানিয়ে চলেন আপনি। এতে অন্য জনের মনে আশা তৈরি হতেই পারে।
হাতে হাত রাখা, আলিঙ্গন করা বা স্নেহ বশবর্তী হয়ে কাউকে আদর করতেই পারেন আপনি। কিন্তু সামনের জনের কাছে বিষয়টি ততটা সহজ নাও হতে পারে। তিনি বিষয়টিকে ঘনিষ্ঠতা হিসেবেই ধরতে পারেন।
সামনের জনের মনে অন্য কিছু ঘুরছে হয়ত বুঝতে পারছেন আপনি। সত্যতা প্রকাশ পেলে বন্ধুত্ব নষ্ট হতে পারে, এই ভেবে হয়ত খোলাখুলি সেই নিয়ে কথা বলছেন না আপনি। এই ভাবনা থেকে সরে আসা ভাল। আপনার মনে যে তেমন কিছু নেই খোলাখুলি জানিয়ে দেন। নইলে পরবর্তী কালে সমস্যায় পড়তে হতে পারে। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -