Lionel Messi: আঝোরে কাঁদলেন, বার্সায় শেষবারের সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ মেসি
বার্সেলোনা ছেড়ে দিলেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলা লিগার চুক্তিগত সমস্যার জন্যই মেসির আর বার্সার জার্সিতে খেলা হচ্ছে না।
কিছুদিন আগেই আর্জেন্তিনার জার্সিতে প্রথমবার কোপা আমেরিকা জিতেছিলেন মেসি।
রবিবার সাংবাদিক সম্মলনে এসে অঝোরে কাঁদলেন লিওনেল মেসি। আবেগ ধরে রাখতে পারছিলেন না
চোখে জল নিয়েই মেসি বলেন, ‘সত্যি কথা হল, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। গত কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম,কী বলব? সত্যি কথা হল, কিছু ভাবতেই পারছি না। এত বছর ধরে এখানে থাকার পর ক্লাব ছাড়া সত্যিই কঠিন। আমি এর জন্য তৈরি না। গত বছর আমি জানতাম কী বলব, কিন্তু এ বছর কী বলব সত্যিই জানি না।
তিনি আরও বলেন, 'আমরা ভেবেছিলাম, আমরা বার্সেলোনায় থাকব। কিন্তু আজ বিদায় জানাতে হচ্ছে। আমি ১৩ বছর বয়স থেকে এখানে আছি। আমার সারাটা জীবন এখানেই কেটেছে। এত বছর পরে আমি স্ত্রী, তিন কাতালান সন্তানকে নিয়ে চলে যাচ্ছি। এখানেই আমার বাড়ি। আমি সন্তানদের কথা দিয়েছি, এখানে ফিরে আসব।'
মেসি জানিয়েছেন, তাঁকে চুক্তির অঙ্ক ৫০ শতাংশ কমাতে বলা হয়েছিল। তিনি বার্সায় থাকার বিষয়ে সবরকমভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি।
৩০ জুন বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে গিয়েছে।
প্যারিস সাঁ-জা-তেও যেতে পারেন তিনি। মেসি নিজে নিশ্চিত না করলেও, সূত্রের খবর, প্যারিসেই যাচ্ছেন তিনি। নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল দি মারিয়ার সতীর্থ হতে চলেছেন মেসি।
২০০০ সালে বার্সেলোনার যুব দলে ঢুকেছিলেন। এরপর থেকে ২০০৪ সাল থেকে বার্সেলোনার সিনিয়র দলে খেলা শুরু করেন মেসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -