Messi vs Ronaldo: আজ ফের সম্মুখ সমরে মেসি-রোনাল্ডো, মুখোমুখি মহারণে কে এগিয়ে?
আজ আরও একবার ফুটবল বিশ্বের ২ সেরা তারকার মুখোমুখি লড়াই। ভারতীয় সময় রাত ১০.৩০-এ পিএসজি বনাম সৌদি অল স্টার একাদশে ম্যাচ। সেই ম্যাচে খেলবেন মেসি ও রোনাল্ডো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নিয়ে মোট ৩৬ বার মেসি ও রোনাল্ডো পরস্পর মুখোমুখি হয়েছেন। প্রথম সাক্ষাৎ ২০০৮ সালে। যখন মেসি বার্সায় ও রোনাল্ডো ম্যান ইউতে ছিলেন।
সেই বছর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে বার্সা ম্যান ইউকে হারিয়ে দেয়। এরপরই রিয়ালে যোগ দেন সি আর সেভেন।
ক্রিশ্চিয়ানো রােনাল্ডো সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিলেও এই দলের হয়ে তিনি মাঠে নামছেন না।
পিএসজির জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছেন লিওনেল মেসি। লিগ ওয়ান -এ এই মুহূর্তে শীর্ষে রয়েছেন পিএসজি।
সৌদির সেরা ক্লাবগুলোর সম্মিলিত দল সৌদি আল স্টার একাদশের জার্সিতে এই দেশের ফুটবল মাঠে অভিষেক হবে সি আর সেভেনের।
রোনাল্ডাো রিয়াল ছাড়ার পর জুভেন্তাসে যোগ দিয়েছিলেন। সেখান থেকে তিনি ফের একবার ম্যান ইউতে আসেন।
ম্যান ইউয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ফের ক্লাব ছাড়েন সি আর সেভেন। বলা ভাল ক্লাবের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ায় ক্লাব ছাড়তে হয় সি আর সেভেনকে। এরপর তিনি সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন।
আজকের ম্যাচ হয়ত সৌদি অল স্টার একাদশের জার্সিতে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -