World Cup: বিশ্বকাপ মাতিয়েছেন এই তাবড় তাবড় ফুটবলাররা
৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন রোনাল্ডো। মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়াও ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন বড় রোনাল্ডো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৩৭ ম্য়াচে ৭১টি গোল করেছিলেন মিরোস্লোভার ক্লোজে জার্মানির জার্সিতে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ১৬টি গোল করেছেন। মোট ৪টি বিশ্বকাপ খেলেছেন।
১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন জিমি গ্রিভস। ববি মুরের মত ওয়েম্বলি স্টেডিয়ামের অন্যতম নায়ক ছিলেন তিনি।
বিশ্ব ফুটবলের অন্য়তম বর্ণময় চরিত্র জিনেদিন জিদান। ফ্রান্সের জার্সিতে ১০৮ ম্য়াচে ৩১ গোল করেছেন জিদান। ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছেন।
ফুটবলের রাজপুত্র বলা হয় দিয়েগো মারাদোনা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্য়ান্ডের ৫ ফুটবলারকে ড্রিবল করে গোল করেছিলেন। যা গোল অফ দ্য সেঞ্চুরি বলা হয়। ১৯৭৬ সালে জাতীয় দলে অভিষেক। এর ১০ বছর পর ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা।
ফুটবল সম্রাট পেলের থেকে সফল ফুটবলার হয়ত গোটা বিশ্বে নেই। ১৯৫৮ সালে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন। কেরিয়ারে তিনবার ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছেন।
হাঙ্গেরির বিরুদ্ধে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছেন ফেরেন্স পুসকাস। ১৯৫৪ বিশ্বকাপে রানার্স আপ হয় হাঙ্গেরি। স্পেনের হয়ে ৪ ম্য়াচ খেলেছিলেন পুসকাস।
জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্য়াচ খেলেছেন। ১৫০ ম্য়াচে ২৩ গোল করেছেন লোথার ম্যাথিউজ। ৫টি বিশ্বকাপ খেলেছেন ও ১৯৯০ সালে জিতেছেন ট্রফি।
১৯৭৪ সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নেদারল্যান্ডসের জার্সিতে অধিনায়কত্ব করেছিলেন। তিনবারর ব্যাঁল ডি অর বিজয়ী। ৪৮ ম্যাচে ৩৩ গোল করেছেন।
ফ্রাঞ্জ বেকেনবাউর ছিলেন ফ্রান্সের একজন স্বনামধন্য ফুটবলার। ডিফেন্স সামলালেও ১০৩ ম্যাচে ১৪টি গোলও করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -