ISL 2022-23: আসন্ন মরসুমে আইএসএল মাতাতে পারেন এই পাঁচ ভারতীয় তারকা
গত মরসুমে আইএসএলে আটটি গোল ও চারটিঅ্যাসিস্ট প্রদান করেছিলেন লিস্টন কোলাসো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমতান্তরে এই মুহূর্তে ভারতের সেরা ফরোয়ার্ড কোলাসোর দিকে নজর থাকাটাই তো স্বাভাবিক। তাঁর যেমন গতি আছে, তেমনই ডেড বলে দক্ষতাও নজরকাড়া।
গত মরসুমের প্রথমার্ধে স্বপ্নের দলবদলে ইউরোপিয়ান ক্লাবের হয়ে সই করেছিলেন সন্দেশ ঝিঙ্গান। তবে চোটের কারণে একটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
এটিকে মোহনবাগানে ফিরেও নিজের সেরা ফর্মে ছিলেন না ভারতীয় ডিফেন্ডার। এবার নতুন মরসুমে বেঙ্গালুরুর জার্সি গায়ে চাপিয়ে নিজেকে প্রমাণ করতে নিশ্চয়ই মরিয়া হবেন ঝিঙ্গান।
আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ভারতীয় হলেন সুনীল ছেত্রী। পরের বছর এশিয়ান কাপ শেষেই বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়ে রেখেছেন সুনীল।
তাই সম্ভবত নিজের শেষ আইএসএল মরসুমে আরও বেশি করে নজর থাকবে ৩৮ বছর বয়সি ভারতীয় কিংবদন্তির ওপর।
নতুন কোচের অধীনে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন সাহাল আব্দুল সামাদ।
কোচ ভুকোমানোভিচ তাঁর পজিশন বদল করতেই আবার নিজেকে মেলে ধরতে শুরু করেছেন সাহাল। গত মরসুমে ছয়টি গোল এবং একটি অ্যাসিস্টও প্রদান করেছিলেন তিনি। সেমিফাইনালে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।
চেন্নাইয়িনের হয়ে নিজের সপ্তম মরসুমে মাঠে নামতে চলেছেন অনিরুদ্ধ থাপা। বয়স মাত্র ২৪ হলেও, তিনিই চেন্নাইয়িনের অধিনায়ক।
গত মরসুমটা একেবারেই মন মতো খেলতে পারেননি ভারতীয় তারকা মিডফিল্ডার। তবে এ মরসুমে নিজেকে মেলে ধরতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবেন তিনি। এএফসি এশিয়ান কাপের কথা মাথায় রেখেও অনিরুদ্ধর ওপর সকলেরই বিশেষ নজর থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -