Bollywood News: সাড়া ফেলেন প্রথম ছবিতেই, পারিশ্রমিকও ছিল মারকাটারি, বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে সংসার মন্দাকিনির
প্রথম ছবিতেই আসমুদ্র হিমাচল মাতিয়ে তোলেন। সাহসী দৃশ্যে তাঁর সাবলীল অভিনয় সাড়া ফেলে দিয়েছিল। পাশাপাশি নিষ্পাপ মুখখানিতেও মায়া জড়িয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অভিনয় জীবন দীর্ঘায়িত হয়নি মন্দাকিনির। নায়িকা থেকে ক্রমশ পার্শ্বচরিত্র হয়ে ওঠেন তিনি। তার পর এক সময় সরেই যান ইন্ডাস্ট্রি থেকে।
সম্প্রতি একটি মিউজিক ভিডিওয় দেখা যায় মন্দাকিনিকে। ছেলে রাব্বিল ঠাকুরের জন্যই তিনি ‘মা ও মা’ মিউজিক ভিডিওয় মুখ দেখান বলে মনে করা হয়।
আর তার প্রচারেই অতীতের অভিনয় জীবন নিয়ে মুখ খোলেন মন্দাকিনি। একটি সাক্ষাৎকারে জানান, অনেক বার অভিনয়ে ফেরার কথা ভেবেছেন। তবে ছবিতে অভিনয় অনেক সময়ের ব্যাপার। তাই মিউজিক ভিডিও-তেও সন্তুষ্ট থাকতেই হয়েছে বলে জানান।
স্মৃতিচারণ করতে গিয়ে মন্দাকিনি আরও খুঁটিনাটি তুলে ধরেন। জানান, তাঁদের সময়ে ছবিতে নায়িকাদের বিশেষ কিছু করার থাকত না। বরং শোপিস হিসেবেই রেখে দেওয়া হত। গান এবং প্রেমের দৃশ্যেই রাখা হত শুধু।
তখনকার দিনে নায়িকাদের পারিশ্রমিক নিয়ে কথা বলতে গিয়ে মন্দাকিনি জানান, পূর্ণদৈর্ঘ্যের ছবির জন্য তাঁর পারিশ্রমিক ছিল ১ থেকে দেড় লক্ষ টাকা। নায়কদের পারিশ্রমিক যদিও ধরাছোঁয়ার বাইরে ছিল।
তবে অভিনয় জীবন নিয়ে আক্ষেপও রয়েছে মন্দাকিনির। কিছু ছবি শুধু টাকা বা পরিস্থিতির জন্য সই করতে বাধ্য হয়েছিলেন বলে জানান। এমনকি কোন ছবিতে কে নায়িকা হবেন, তা যোগ্যতার নিরিখে নয়, নায়কদের পছন্দের নিরিখে ঠিক হতো বলে দাবি মন্দাকিনির।
মেরঠে জন্ম মন্দাকিনির। রাজ কপূরের হাতে তৈরি তিনি। ১৯৮৫ সালে ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ।
১৭ বছরের অভিনয় জীবনে ৪৮টি ছবিতে অভিনয় করেছেন মন্দাকিনি। ২০০২ সালে শেষ বার বড়পর্দায় দেখা যায় তাঁকে।তাও আবার বাংলা ছবিতে। ছবির নাম ‘অমর প্রেম’।
দলাই লামার ভক্ত মন্দাকিনি। তিব্বতি যোগচর্চাও করেছেন। প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী কাগ্যুর ঠাকুরের সঙ্গে সেই সূত্রেই ঘনিষ্ঠতা, বিয়ে এবং সংসার। তাঁদের দুই সন্তান, রাব্বিল এবং রাবজে ইনায়া ঠাকুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -