Man Utd: ৭ গোলে লজ্জার হার, দলের ফুটবলারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন ম্যান ইউ ম্যানেজার
দুটি করে গোল কোডি গ্যাকপো, ডারউইন নুনেজ ও মহম্মদ সালার। এক গোল রবার্তো ফিরমিনোর। প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারাল লিভারপুল (Man Utd vs Liverpool)!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appয়ুর্গেন ক্লপের দলের অভূতপূর্ব সাফল্য সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। এরিক টেন হ্যাগের দল ১১ ম্য়াচ অপরাজিত থেকে এই ম্যআচে নেমেছিল। সেই সঙ্গে ৬ বছরের ট্রফি খরাও কাটিয়েছে ম্যান ইউ। আর সেই দলই কি না দ্বিতীয়ার্ধে ৬ গোল খেয়ে বসল!
এক আধটা গোল নয়, একেবারে হাফ ডজনেরও বেশি গোল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল লিভারপুল।
রবিবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৭-০ গোলে রেড ডেভিলদের একেবারে খড়কুটোর মতোই উড়িয়ে দিয়েছে য়ুর্গেন ক্লপের দল।
বিরতির আগে তাও ১-০ এগিয়ে ছিলেন মহম্মদ সালারা। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে গোলের বন্যা বইয়ে দেয় লিভারপুল। বিরতির পরেই হয় ৬ গোল।
লিভারপুল গড়ে ফেলে নতুন রেকর্ড। ইউনাইটেডের বিরুদ্ধে এই জয় লিভারপুলের সবচেয়ে বড় জয়ের নজির। এর আগে ১৮৯৫ সালে দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তারা ৭-১ জয় পেয়েছিল। কিন্তু এদিন লিভারপুল কোনও গোল হজম করেনি।
এক সপ্তাহ আগেই লিগ কাপের শিরোপা জিতেছিল ম্যান ইউ। ২০১৭ সালের পর এটি ছিল তাদের প্রথম কোনও শিরোপা। কিন্তু এদিন লিভারপুলের বিরুদ্ধে ইউনাইটেডকে মাঠে খুঁজেই পাওয়া যায়নি।
লজ্জাজনক হারের পর প্রবল ক্ষুব্ধ ম্যান ইউ ম্যানেজার এরিক টেন হ্যাগ। দলের ফুটবলারদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।
এরিক টেন হ্যাগ বলেছেন, 'দ্বিতীয়ার্ধে আমরা খেলতেই পারিনি। এটা আমাদের খেলার মান নয়।'
ম্যান ইউ ম্যানেজার যোগ করেছেন, 'দল হিসাবে আমরা খেলতে পারিনি। একেবারেই পেশাদার ছিলাম না। আমি ভীষণ রেগে রয়েছি।' ছবি - লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্যুইটার থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -