Ind vs Eng: টিমগেমেই সাফল্য, ১১ ভারতীয়র হাত ধরেই লর্ডসে দুরন্ত জয়
ম্যাচে উইেকট পাওয়ার পর ইশান্ত শর্মার উল্লাস। সঙ্গী সতীর্থ কে এল রাহুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেস তারকা মহম্মদ সিরাজ ছিলেন পুরো ম্যাচ জুড়েই স্বপ্রতিভ। ম্যাচে ৮ উইকেট নেন তিনি।
ইশান্ত ম্যাচে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন তিনি।
লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ১-০ ব্যবধানে সিরিজেও এগিয়ে গেল তারা।
উইকেট পাওয়ার পর মহম্মদ সিরাজকে ঘিরে উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটারদের।
মহম্মদ শামি লর্ডসে ব্যাটিং বিক্রম দেখালেন। ৫৬ রানে দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচে ভারতের প্রথম ইনিংসে শতরান হাঁকালেন ভারতীয় ওপেনার কে এল রাহুল। ১২৯ রানের ইনিংস খেলেন তিনি।
ভারতের পেস ব্যাটারি বিদেশের মাটিতে ২২ গজে ঝড় তুলল। ইশান্ত, বুমরা, শামি, সিরাজরা ইংল্য়ান্ড ব্যাটিংকে দাঁড়াতেই দেননি।
বরাবরই অগ্রাসী বিরাটকে এদিনও দেখা যায় প্রতি মুহূর্তে দলের সতীর্থদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -