৩৫ লক্ষের কাওয়াসাকি নিনজা এইচ টু, ঘণ্টায় ৪০০ কিমি যেতে পারে এই সুপারবাইক রয়েছে ধোনির
হিস্টোরিকাল সিগনিফিকেনস-এ ব্যবহৃত কাওয়াসাকি রিভার মার্ক রয়েছে এই স্পোর্টসবাইকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্মার্টফোন কানেক্টিভিটি: মোটরসাইকেলের সঙ্গে একটি ব্লুটুথ চিপ সুযুক্ত থাকে, যার মাধ্যমে চালক গাড়ির সমস্ত তথ্য খুব সহজেই জানতে পারেন। প্রয়োজন হয় না কোনও ওয়ারের।
ব্রেমবো ব্রেকস: এই স্পোর্টসবাইকের চাকায় রয়েছে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম। রয়েছে সিঙ্গল সাইডেড স্যুইনগ্রাম প্রযুক্তিও।
অ্যালুমনিয়ামের চাকা তৈরি হয়েছে বিশেষ নকশায়। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪০০ কিলোমিটার। কাওয়াসাকি নিনজা এইচ টু-এর সব লাইট-ই এলইডি।
কাওয়াসাকি নিনজা এইচ টু। মহেন্দ্র সিংহ ধোনির ‘বাইক মিউজিয়াম’-এ রয়েছে এই স্পোর্টবাইক। দেশে এই জাপানি স্পোর্টসবাইকের প্রথম গ্রাহক মাহি। ভারতীয় টাকায় যার দাম ৩৫ লক্ষ টাকার ওপরে। এই স্পোর্টবাইকে রয়েছে তাক লাগিয়ে দেওয়ার মতো অবিশ্বাস্য ফিচার্স।
সাসপেনশনস: অন-রোড বাইকে কাওয়াসাকি নিনজা এইচ টু-এ প্রথম স্পোর্ট বাইক, যার মধ্যে রয়েছে KYB AOS-II রেসিং সাসপেনশনস। রয়েছে হাইড্রোলিক অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।
এই স্পোর্টসবাইকে রয়েছে সর্বোচ্চ এয়ারফ্লো এফিসিয়েন্সি। ইঞ্জিন ঠাণ্ডা রাখার জন্য কুলিং ওয়েলও দিচ্ছে কাওয়াসাকি নিনজা এইচ টু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -