রাঁচিতে ধোনির বিলাসবহুল ফার্মহাউজ ঘুরে আসা যাক
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামেও পরিচিত। ধোনির স্মার্টনেস আর লাজুক স্টাইল বিশ্ববাসীকে মানাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৫ অগাস্ট ২০২০-এ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিন্তু তাকে প্রতি বছর আইপিএল খেলতে দেখা যায়। কিন্তু আজ আমরা আপনাদেরকে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।
মহেন্দ্র সিং ধোনি হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু তিনি এখনও বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার। ধোনির একাধিক দামি গাড়ি রয়েছে।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে তার একটি বিলাসবহুল খামারবাড়ি রয়েছে। এই খামারবাড়িতেই থাকেন মাহি ও তাঁর পরিবার।
ধোনির ফার্মহাউসে একটি ইনডোর স্টেডিয়ামও রয়েছে, যা CSK অধিনায়ক বিভিন্ন খেলার জন্য ব্যবহার করেন।
ধোনি এবং সাক্ষীর বেডরুমটি আধুনিক পদ্ধতিতে ডিজাইন করা হয়েছে এবং একটি গাঢ় বাদামী রঙের হেডবোর্ডের সামনে একটি বড় বিছানা রয়েছে।
ধোনির স্ত্রী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এবং তিনি ভক্তদের সাথে তার খামারবাড়ির ছবি শেয়ার করেন। ধোনির এই খামারবাড়িটি ৭ একর জুড়ে বিস্তৃত, যেখানে জিম, সুইমিং পুল এবং পার্ক রয়েছে।
ধোনির খামারবাড়িতে পরিবারের বন্ধু এবং সহকর্মী ক্রিকেটারদের জন্য একটি হ্যাঙ্গআউট স্পটও রয়েছে।
ধোনি-সাক্ষীর মেয়ে জিভার একটি ছবি দেখা যাচ্ছে ধোনির রাঁচির ফার্ম হাউজে। এই জায়গাটি প্রায়ই ধোনি এবং তার স্ত্রী সাক্ষী পার্টির আয়োজন করতে ব্যবহার করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -