Mamata Banerjee: সফরসঙ্গী সৌরভ, রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
বর্তমানে স্পেন সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলায় লগ্নি টানতেই মূলত তাঁর এই স্পেন সফর। লগ্নি টানার পাশাপাশি বাংলার ফুটবলের উন্নতি সাধনেও ব্রত মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই লা লিগার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই মউ অনুযায়ী বাংলায় অ্যাকাডেমি গড়া হবে লা লিগার তরফে। তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও রয়েছেন এই সফরে।
এবার স্পেন সফরের মাঝেই রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়।
স্টেডিয়ামের পরিকাঠামো ও ক্লাবের বাণিজ্যিক দিকটা খুটিয়ে দেখেন বলেই জানান মমতা। পাশাপাশি বার্নাবেউতে গিয়ে সল্টলেক স্টেডিয়ামের সঙ্গে তুলনাও টানেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরিত হওয়ার পর বাংলায় অ্যাকাডেমি গড়া নিশ্চিত।
প্রায় ঘণ্টাখানেক বার্নাবেউতে ছিলেন মমতা, সৌরভরা। রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট দর্শন থেকে ক্লাবের ফুটবল পরিকাঠামোও খুটিয়ে দেখেন তাঁরা।
দেশে ফিরেই তিনি এই বিষয়ে সকলের সঙ্গে আলোচনায় বসবেন এবং যত দ্রুত সম্ভব অ্যাকাডেমি গড়ার জন্য জায়গা বাছাই করবেন তিনি।
মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট দর্শনের পাশাপাশি গ্যালারিতে বসে মাঠ পরিদর্শনও করেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -