ISl 2022: বারবার, সাতবার, ফের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান

ডার্বির উত্তেজনা সবসময়ই আলাদা রকমের হয়। এই ম্যাচের তার ব্যতিক্রম হয়নি। খেলার মাঝে বারবারই হাতাহাতিতে জড়ান ২ দলের ফুটবলাররা।

এটিকে মোহনবাগানের দুরন্ত জয়

1/10
আইএসএলে কলকাতার ময়দানে প্রথম ডার্বি। আর প্রথম ডার্বিতেই বাজিমাত এটিকে মোহনবাগানের।
2/10
ম্যাচে প্রথম গোলের মুখ খুললেন এটিকে মোহনবাগানের বুমৌস। খেলার ৫৬ মিনিটের মাথায় গোল করেন তিনি।
3/10
ম্যাচে দ্বিতীয় গোল করেন মনবীর সিংহ। তিনি ৬৫ মিনিটের মাথায় গোল করেন।
4/10
প্রথমার্ধে অনেকগুলো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল।
5/10
আইএসএলে কলকাতার ময়দানে প্রথমবার ডার্বি আয়োজিত হল। গতবার গোয়ায় বসেছিল এই আসর।
6/10
গোয়ায়া ফাঁকা গ্যালারিতে আয়োজিত হয়েছিল। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই মাঠে ফিরেছেন দর্শকরা।
7/10
প্রথম গোলের ক্ষেত্রে লাল হলুদের গোলকিপার কমলজিৎ সিংহ বলের গতির কাছে হার মেনে যান। হাত দিয়ে বল আটকানোর চেষ্টা করলেও তা পারেননি ইস্টবেঙ্গল গোলকিপার।
8/10
ডার্বির উত্তেজনা সবসময়ই আলাদা রকমের হয়। এই ম্যাচের তার ব্যতিক্রম হয়নি। খেলার মাঝে বারবারই হাতাহাতিতে জড়ান ২ দলের ফুটবলাররা।
9/10
আইএসএলে চারটি বড় ম্যাচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। হতাশাই হাতে লেগেছে ইস্টবেঙ্গলের। এবারও তার ব্যতিক্রম হল না।
10/10
এদিন গ্য়ালারিতে ২ দলের সমর্থকদের হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। বিভিন্ন ফ্যান ক্লাব এসেছিল মাঠে।
Sponsored Links by Taboola